খোয়াই, ৪ মার্চ।। বাল্য বিবাহ রোধে আবারও সাফল্য পেয়েছে চাইল্ড লাইন। খোয়াইয়ে নাবালিকার বিয়ে আটকে দিল জেলার চাইল্ড প্রোডাকশন ইউনিট এর কর্মীরা। পরে নাবালিকাকে জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়। ঘটনা সোমবার খোয়াই থানাধীন পূর্বগণকী এলাকায়।
জানা গিয়েছে, খোয়াইয়ের পূর্বগণকী এলাকায় নাবালিকা মেয়ের বিয়ে পাকাপাকি হয়ে গিয়েছে। নাবালিকার বাড়িতে বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছিল। পরিবারের লোকজনদের সাথে কথাবার্তা বলে খবরের সততা সম্পর্কে নিশ্চিত হন চাইল্ড প্রোটেকশন ইউনিটের লোকজন।
তখনই নাবালিকা মেয়েটি সহ বাড়ীর লোকজনদের সাথে আলোচনায় চাইল্ড প্রোটেকশন ইউনিটের কর্মীরা তাদের এই মর্মে বুঝাতে সক্ষম হয় যে আঠারো বছর বয়স হওয়ার আগে কোন নাবালিকার বিয়ে দেওয়া নিয়মনীতির নির্দেশিকা অনুসারে মোটেই আইনসিদ্ধ নয়।
এরপরেই নাবালিকা মেয়েটির বিয়ে বাতিল করে দেয় সংশ্লিষ্ট পরিবারের লোকজনেরা। চাইল্ড প্রোটেকশন ইউনিটের লোকজন নাবালিকা মেয়েটিকে বাড়ী থেকে জেলা সমাজ কল্যান ও সমাজ শিক্ষা কার্য্যালয়ে নিয়ে এসে তাকে জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেন।