তেলিয়ামুড়া, ৪ মার্চ।। আবারো লোকালয়ে বন্য হাতি। হাতির তান্ডবে তছনছ বিয়ে বাড়ি। মারা গেল একটি গর্ববতী গাভী। ক্ষুব্ধ স্থানীয় জনগণ অবরোধ করলেন তেলিয়ামুড়া -কৃষ্ণপুর সড়ক।
খোয়াই জেলার তেলিয়ামুড়া থানা এলাকার মধ্য কৃষ্ণপুরের সন্তোষ ভৌমিকের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল।বিয়ে উপলক্ষে সাজিয়ে গুছিয়ে তোলা হয় বাড়ি। ভোর চারটায় মতি নামের হাতিটি বাড়িতে প্রবেশ করে লন্ডভন্ড করে দেয় বলে অভিযোগ। মাটির দেওয়াল ভেঙ্গে ঘর থেকে দুই বস্তা ধান খেয়ে নেয়। বাড়িতে থাকা একটি গরু মেরে ফেলে অপর আরেকটি গরুকে আহত করে। নষ্ট করে দেয় কৃষি কাজে ব্যাবহৃত ট্রাক্টর।
ক্ষুব্ধ গ্রামবাসীরা সোমবার সকালে তেলিয়ামুড়া কৃষ্ণপুর সড়ক অবরোধ করে। ছুটে আসেন মহাকুমা বন আধিকারিক, রেঞ্জার সহ অন্যান্য বন কর্মীরা। তেলিয়ামুড়া থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। মহাকুমা বন আধিকার ক্ষতিগ্রস্ত বিয়ে বাড়িটি পুনরায় আজকেই মেরামত করে দেওয়ার আশ্বাস দেয় এবং ক্ষতিপূরণের আশ্বাস দিলে ক্ষুব্ধ জনগণ সড়ক অবরোধ প্রত্যাহার করে।
প্রসঙ্গত, তেলিয়ামুড়া মহাকুমার কিছু এলাকায় দীর্ঘ ৩ দশক ধরে চলে আসছে বন্য হাতির লোকালয়ে প্রবেশের সমস্যা। হাতির এই সমস্যা স্থায়ী সমাধানের জন্য বনদপ্তর দফাই দফায় নানান পরিকল্পনা নিচ্ছে কিন্তু সমস্যার স্থায়ী সমাধান এখনো হচ্ছে না।