আগরতলা, ৪ মার্চ।। রাজধানী আগরতলা শহরের মাস্টার পাড়া এলাকার স্থানীয়রা সোমবার পশ্চিম আগরতলা থানার অফিসার ইনচার্জের কাছে ডেপুটেশন দিয়েছেন এক আশা কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য রাজীব সাহার গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে।
পশ্চিম আগরতলা থানার সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে ভুক্তভোগী লক্ষ্মী দেবনাথ বলেন, “আমি শুধু আমার দায়িত্ব পালন করছিলাম এবং রাজীব সাহার বাড়িতে বসবাসরত ভাড়াটিয়া পরিবারের দুই সন্তানকে পোলিও ডোজ খাওয়াতে সাহায্য করেছি। কারণ ছাড়াই আমার প্রতিবেশী রাজীব সাহা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে এবং রবিবার রাতে আমার মেয়েকেও মারধর করেছে।”
আশা কর্মী লক্ষ্মী জানান যে তিনি ৫ ফেব্রুয়ারী এ কাজে যোগ দিয়েছিলেন এবং তাকে তার এলাকায় জরিপের কাজ দেওয়া হয়েছিল। সে অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি তিনি রাজীব সাহার বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের কাছ থেকে সব বিবরণ নোট করেন এবং কোনো শিশু পালস পোলিওর ডোজ মিস করেছেন কিনা তা খোঁজ নেন।
রাজীব সাহার বাড়িতে বসবাসকারী দুটি ভাড়াটিয়া পরিবার লক্ষ্মীর কাছে পৌঁছেছে এবং গত রবিবার ০-৫ বছর বয়সী দুটি শিশুকে পোলিও ডোজ খাওয়ানো হয়েছিল। পরে বাড়ির মালিক রাজীব সাহা সন্ধ্যায় আশা কর্মী লক্ষ্মী দেবনাথ ও তার মেয়েকে শারীরিকভাবে লাঞ্ছিত করলে স্থানীয়রা তাদের রক্ষা করে। স্থানীয় কর্পোরেটর, নেতারা লক্ষ্মী দেবনাথকে সঙ্গে নিয়ে থানায় যান এবং অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবি জানান।