আগরতলা, ৪ মার্চ।। স্বামী নিখোঁজ হওয়ার পর এবার গৃহবধূ ও তার দুই সন্তানকে গায়েব করে দেওয়ার হুমকি দিল দুষ্কৃতকারীরা। এই হুমকির কারণ হচ্ছে থানায় দায়ের করা মামলা। দুষ্কৃতকারীদের দাবি তাদের বিরুদ্ধে করা মামলা অবিলম্বে প্রত্যাহার করার জন্য। ঘটনা এয়ারপোর্ট থানাধীন বৈশ্য পাড়া এলাকায়। গৃহবধুর স্বামীর নাম সন্তোষ দাস।
গৃহবধূ অভিযোগ, গত বছরের ২৩ আগস্ট তার স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার পর অপহরণ মামলা করা হয়েছিল বিমল কৃষ্ণ দেব, চন্দন চক্রবর্তী, জয়দীপ বেলি, প্রীতম মালাকার, সঞ্জীব চক্রবর্তী, হিমাদৃষ সাহার বিরুদ্ধে। গৃহবধূ রুমা বৈদ্য দাসের বক্তব্য হল তার স্বামীকে নিখোঁজ করেছে এই অভিযুক্তরা। এখন পিস্তল উঁচিয়ে গোটা পরিবারকে গায়েব করে দেবে বলে হুমকি দিচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি এবং গত ২ মার্চ গৃহবধূ বাড়ি থেকে বের হওয়ার পর হুমকি দিয়েছে। ভিকি নামে এক যুবক মারুতি গাড়ি নিয়ে এসে এখন পর্যন্ত দুবার হুমকি দিয়েছে। তার সাথে থাকে তার স্বামীর অপহরণ করার পেছনে যারা জড়িত তারা। বর্তমানে প্রাণ রক্ষার জন্য গান্ধীগ্রাম স্থিত বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন গৃহবধূ। তিনি অভিযুক্তদের আটক করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।