ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ

আগরতলা, ১ মার্চ।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক (নতুন সিলেবাস), মাদ্রাসা ফাজিল আর্টস (নতুন সিলেবাস) ও মাদ্রাসা ফাজিল থিওলজি (নতুন সিলেবাস) পরীক্ষার ইংরেজী বিষয়ের পরীক্ষা আজ অনুষ্টিত হয়। রাজ্যের মোট ৬০টি উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের অন্তর্গত সমস্ত পরীক্ষাকেন্দ্র শান্তিপূর্ণ ছিল।

আজকের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার জন্য কোন পরীক্ষার্থীকে বহিষ্কার করার সংবাদ পাওয়া যায়নি। পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী, ওএসডি জ্যোতির্ময় রায় এবং উপসচিব সুভাশিস চৌধুরী বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। নতুন সিলেবাসের উচ্চতর মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল আর্টস ও মাদ্রাসা ফাজিল থিওলজির ইংরেজী পরীক্ষায় ২৪,৮২২ ছাত্রছাত্রী এনরোল্ড ছিল। এর মধ্যে রাজ্যে পরীক্ষায় বসেছিল ২৪,৬৩৩ জন পরীক্ষার্থী। পরীক্ষায় ছাত্রছাত্রীর উপস্থিতির শতকরা হার ৯৯২৪ শতাংশ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্যদের সচিব ড. দুলাল দে এই সংবাদ জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *