জরুরী তলবে দিল্লী গেলেন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, মন্ত্রী, বিধায়ক সহ তিপ্রা মথার একাধিক নেতৃত্ব

আগরতলা, ১ মার্চ।। জরুরী তলবে দিল্লী গেলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা সহ তিপ্রা মথার একাধিক বিধায়ক ও নেতৃত্ব৷ শুক্রবার সন্ধ্যার বিমানে তাঁরা দিল্লী যান৷ কেন তাঁদের এই দিল্লী যাত্রা এনিয়ে কেউই স্পষ্ট কিছু জানাননি৷

তবে আইপিএফটি দলের একমাত্র মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সাংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিধানসভা অধিবেশনের পর মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা নাকি বলেছেন দিল্লী থেকে ডাকা হয়েছে যে এদিন সন্ধ্যার বিমানে দিল্লী যাওয়ার জন্য৷ তাই তিনি সবার সাথেই দিল্লী যাচ্ছেন৷ কে ডেকেছেন, কেন্দ্রীয় সরকার নাকি দলের শীর্ষ নেতৃত্ব এই ব্যাপারে কিছুই বলেননি মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া৷

শুক্রবার সন্ধ্যার বিমানে আচমকা মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা সহ অন্যান্যদের দিল্লীতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে৷ এই গুঞ্জনের পিছনে রয়েছে তিপ্রা মথা দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মা৷ বুধবার আচমকা আমরণ অনশন শুরু করা মাত্রই জরুরী ভিত্তিতে দিল্লী পৌঁছেন প্রদ্যোৎ৷ সেই থেকে এখনও পর্যন্ত কোন তথ্য জানা সম্ভব হয়নি প্রদ্যোৎ কোথায় কি করছেন৷

ভারত সরকারের তরফ থেকে ফোনকল পেয়ে নাকি তিনি খালি হাতে দিল্লী যাচ্ছেন এই বলে বড়মুড়ার অনশনস্থল থেকে চলে যান৷ তবে তিনি জনজাতি অংশের জনগণের উদ্দেশ্যে বলে গিয়েছিলেন যে তিনি খালি হাতে গেলেও খালি হাতে ফিরবেন না দিল্লী থেকে৷ তাই রাজনৈতিক মহলের দাবি হয়তো দিল্লী চাইছে সবাইকে নিয়ে আলোচনা করতে৷ তাই হয়তো মুখ্যমন্ত্রী, মন্ত্রী ও বিরোধী দলনেতা সহ তিপ্রা মথার নেতৃত্বদের শুক্রবার সন্ধ্যায় দিল্লীতে জরুরী তলব করেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *