বিশালগড়, ২৯ ফেব্রুয়ারী : সিপাহীজলা জেলার মধুপুর থানার পুলিশ বাংলাদেশে পাচারকালে কৈয়াঢেপা থেকে দুটি বাইক আটক করতে সক্ষম হয়। তবে পাচারকারীদের আটক করতে ব্যর্থ হয়েছে পুলিশ।
জানা গিয়েছে, বুধবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ কমলাসাগর বিধানসভার পশ্চিম কৈয়াঢেপা সীমান্তবর্তী এলাকা দিয়ে দুটি বাইক ভারতের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারকালে অভিযান চালায়। পুলিশ দুটি বাইক উদ্ধার করেছে। দুটি বাইকের মধ্যে একটি পালসার বাইক যার নম্বর টি আর ০১ ডাব্লিও ৬৪৬০ অন্য বাইকটি টিভিএস। যার নাম্বার টি আর ০১ এল ৮২৭০।
গোপন খবর অনুযায়ী মধুপুর থানার পুলিশ ওই এলাকার কিছু জনগণেরকে বিষয়টি অবগত করে। পরবর্তী সময়ে ওই এলাকার জনগণ পশ্চিম কৈইয়াডেপার চতুর্দিক দিয়ে এলাকার জনগণ উৎপেতে বসে থাকে। পরবর্তী সময়ে চোরা কারবারিরা বাইক নিয়ে জনগণের সম্মুখে পৌঁছে যায়। সম্মুখে পৌঁছানোর মাত্রই বাইক দুটিকে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় চোরাকারবারিরা। পরবর্তী সময়ে বাইক দুটিকে মধুপুর থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বাইক দুটি অন্য কোন জায়গা থেকে চুরি হয়েছে কিনা তা জানার চেষ্টা করছে মধুপুর থানার পুলিশ।