স্ত্রী ও কিশোরী কন্যাকে ফেলে টিএসআর জওয়ানের অর্ধাঙ্গিনীকে নিয়ে চম্পট দিল স্বামী

বিশালগড়, ২৯ ফেব্রুয়ারী।। ঘরে স্ত্রী এবং ১৩ বছরের কন্যা সন্তানকে ফেলে জায়গা বিক্রির তিন লক্ষ টাকা এবং দুই ভড়ি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে পরস্ত্রীকে নিয়ে পালিয়ে গেল এক ব্যক্তি। সেই পরস্ত্রী টিএসআর জওয়ানের অর্ধাঙ্গিনী। ঘটনা সিপাহীজলা জেলার মধুপুর থানাধীন পূর্ণ সেনাপতি পাড়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এদিকে অসহায় স্ত্রী তেরো বছরের কন্যা সন্তানকে নিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য আকুল আবেদন রাখেন। পাশাপাশি যদি কোন সহৃদয় ব্যক্তি তার স্বামীর সন্ধান পেয়ে থাকে তাকে দশ হাজার টাকা পুরস্কৃত করা হবে বলে আশ্বাস দেন। ঘটনার বিবরণে জানা গিয়েছে, মধুপুর থানাধীন পূর্ণ সেনাপতি পাড়া এলাকার প্রসেনজিৎ দেববর্মা (৩৩) জানুয়ারি মাসের ৩০ তারিখ বাড়ির পাশে এক বিবাহ অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য তার স্ত্রী সুষমা দেববর্মার কাছে বলে যায় আগরতলা থেকে কিছু কেনাকাটা করে নতুন কাপড় চোপড় আনবে। সেই কথা বলে বাড়ি থেকে জায়গা বিক্রির তিন লক্ষ টাকা এবং দুই ভড়ি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে বড়কাঁঠাল এলাকার টিএসআর জওয়ান বিনয় দেববর্মার স্ত্রীর পরকীয়ায় লিপ্ত হয়ে তাকে নিয়ে পালিয়ে যায়।

প্রথম দিকে যদিও মধুপুর থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করা হয়। পরবর্তী সময়ে জানতে পারে তার স্বামী নাকি এক টিএসআরে কর্মরত ব্যক্তির স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। এদিকে প্রসেনজিৎ দেববর্মার স্ত্রী সুষমা দেববর্মা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য আকুল আবেদন রাখেন এবং যারা তার স্বামীকে তার হাতে ফিরিয়ে দিবে ১০,০০০টাকা পুরস্কৃত করা হবে বলেও জানান।উল্লেখ্য প্রসেনজিৎ দেববর্মার ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক কন্যা সন্তান রয়েছে। অপরদিকে পরকীয়ায় লিপ্ত হয়ে যে টিএসআর জওয়ানের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় তারও ১২ বছরের ছেলে সন্তান রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *