আমতলীর চাম্পামুড়া রেল ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

আগরতলা, ২৯ ফেব্রুয়ারী।। বৃহস্পতিবার সকালে পশ্চিম ত্রিপুরা জেলার আমতলী থানাধীন চাম্পামুড়া রেল ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মধ্যবয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

জানা গেছে, মৃত অশিত চক্রবর্তী অন্যান্য দিনের মতো এদিন সকালে হাঁটার জন্য তাঁর বাড়ি থেকে বেরিয়েছিলেন। ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়েছেন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় থানায় খবর দেয়। আমতলী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পৌঁছায়। রেলের ধাক্কায় প্রাতঃভ্রমণকারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *