গন্ডাছড়ায় বাইকের ধাক্কায় গুরতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যু

গন্ডাছড়া, ২৯ ফেব্রুয়ারী।। বাইকের ধাক্কায় গুরতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম রামচন্দ্র বর্ধন। বাড়ি গন্ডাছড়ায়। শোকে মুহ্যমান সংশ্লিষ্ট এলাকা।

জানা গিয়েছে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার হরিপুরের বাসিন্দা রামচন্দ্র বর্ধন। বয়স আনুমানিক পয়তাল্লিশ বছর। রামচন্দ্র বর্ধন একজন রাজ মিস্ত্রি হিসাবে পরিচিত। অত্যন্ত সহজ সরল প্রকৃতির লোক ছিলেন রামচন্দ্রবাবু। অন্যান্য দিনের মতোই কাজ কর্ম শেষে গত ২৪শে ফেব্রুয়ারী শনিবার গন্ডাছড়া মহকুমা সদরে অনুষ্ঠিত শ্রীশ্রী রামঠাকুর আশ্রমের মহোৎসবের মহাপ্রসাদ গ্রহণ করে স্ত্রী সহ অন্যান্য প্রতিবেশিদের সঙ্গে নিয়ে হেঁটে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন রামচন্দ্র বর্ধন।

বাড়ির কাছাকাছি যেতেই একটি নম্বর বিহীন বাইক এসে ধাক্কা দেয় রামচন্দ্র বর্ধনকে। বাইকের ধাক্কায় অন্তত দশ ফুট দূরত্বে ছিটকে পড়েন রামচন্দ্র বর্ধন। সঙ্গে সঙ্গেই অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা হাসপাতালে নিয়ে আসলে জরুরী ভিত্তিতে রামচন্দ্রকে পাঠানো হয় জি বি হাসপাতালে।

পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন রামচন্দ্র। বৃহস্পতিবার রামচন্দ্রর মৃতদেহ গন্ডাছড়া মহকুমার হরিপুরের নিজ বাড়িতে পৌঁছলে আত্মীয় পরিজনদের বাঁধভাঙা চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে বলে জানা গিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *