আর্থিক স্বাক্ষরতা সপ্তাহ ২০২৩ উদযাপন করা হয় রিজার্ভ ব‍্যাঙ্ক অব ইন্ডিয়ার উদ‍্যোগে

আগরতলা, ২৬ ফেব্রুয়ারী।। আর্থিক স্বাক্ষরতা সপ্তাহ ২০২৩ সাড়ম্বরে উদযাপন করা হয় আগরতলায় একটি বেসরকারি হোটেলে। রিজার্ভ ব‍্যাঙ্ক অব ইন্ডিয়া আগরতলার উদ‍্যোগে সোমবার সকাল এগারোটায় আর্থিক স্বাক্ষরতা সপ্তাহ ২০২৩ এর শুভ সূচনা করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ‍্য দিয়ে শুভ সূচনা করেন রিজার্ভ ব‍্যাঙ্ক অব ইন্ডিয়া আগরতলা চীফ জেনারেল ম‍্যানেজার স্বাতওয়ান্ত সিং শাহতা সহ অন‍্যান‍্যরা।

মূলত ২০১৬ সাল থেকে রিজার্ভ ব‍্যাঙ্ক অব ইন্ডিয়া আগরতলার তরফে এই আর্থিক স্বাক্ষরতা সপ্তাহ পালিত হয়ে আসছে। ২৬শে ফেব্রুয়ারি এই আর্থিক স্বাক্ষরতা সপ্তাহ শুরু হলেও সপ্তাহকাল ব‍্যাপী তা চলবে রাজ‍্যের বিভিন্ন জায়গায়। তবে সোমবারের এই কর্মসূচি পালনের শুরুকালে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন স্বসহায়ক দল এবং সাধারণ মানুষদের নিয়ে আর্থিক স্বাক্ষরতার উপর আলোচনা করা হয়। পাশাপাশি উপার্জিত অর্থের সঠিক ব‍্যবহার, জিরো ব‍্যালেন্স সহ বিভিন্ন রকমের একাউন্ট খোলা, সরকারি বিভিন্ন বীমা, শিক্ষা লোন ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।

পাশাপাশি রিজার্ভ ব‍্যাঙ্ক অব ইন্ডিয়া আগরতলার তরফে বিগত দিনে বিভিন্ন কর্মসূচি যেমন, ব্লক লেভেল থেকে জেলা, রাজ‍্য এবং রিজিওনাল লেভেল পর্যন্ত ক‍্যুইজ প্রোগ্রাম, আরক্ষা প্রশাসনের কর্মীদের নিয়ে ফেইক নোট শনাক্তকরণ সহ ব‍্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ ইত্যাদি বিষয়েও আলোচনা করা হয়। এছাড়া গোটা রাজ‍্যের মধ‍্যে বিশেষ করে রাজধানী আগরতলাতে দশ টাকার যে কয়েন রয়েছে তা লেনদেনের ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে। একাংশ লোক তা নিতে চাইছে না। সেক্ষেত্রে তা প্রচলনে কোনো বাধা নিষেধ নেই বলে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়।

তবে এই দিনের অনুষ্ঠানে চীফ জেনারেল ম‍্যানেজার স্বাতওয়ান্ত সিং শাহতা ছাড়াও উপস্থিত ছিলেন রিজার্ভ ব‍্যাঙ্ক অব ইন্ডিয়া আগরতলার ম‍্যানেজার মনোজ কুমার কোলকার্নি, ডেপুটি জেনারেল ম‍্যানেজার সুদীপ ভট্রাচার্যী, রাজ‍্য সরকারের অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, স্টেট ব‍্যাঙ্ক অব ইন্ডিয়ার রিজিওনাল ম‍্যানেজার, নাবার্ডের ডিজিএম সহ ত্রিপুরা স্টেইট কো-অপারেটিভ ব‍্যাঙ্ক এবং পাঞ্জাব ন‍্যাশনাল ব‍্যাঙ্কের কর্মকর্তা সহ অন‍্যান‍্যরা। এছাড়াও ইকফাই ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এবং হলিক্রস স্কুলের ছাত্রছাত্রী সহ তিনটি স্বসহায়ক দলের মহিলারা এবং রিজার্ভ ব‍্যাঙ্কের তরফে রাজ‍্যের আটান্নটি ব্লকে আর্থিক স্বাক্ষরতার উপর কর্মরত থাকা দুটি বিশেষ এনজিও যথাক্রমে বাগমা এগ্রী প্রোডিউসার কোম্পানি লিমিটেড এবং ক্রিসিল ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *