কমিউনিস্টরা ১০৩২৩ এর যুবক যুবতীদের সর্বস্বান্ত করে দিয়েছে : রাজীব ভট্টাচার্য

বক্সনগর, ২৬ ফেব্রুয়ারী।। ত্রিপুরা পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু একটা অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে রাষ্ট্রশক্তিকে কালিমালিপ্ত করার জন্য। তাই তারা যুব সমাজকে বিপথে চালিত করার ফাঁদ পেতেছে। তাই আগামী ভবিষ্যৎকে সঠিক দিশায় নিয়ে যেতে অভিভাবকদের পাশাপাশি সকল যুবকদের ঐক্যবদ্ধভাবে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য।

আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের অন্তর্গত ২২ সোনামুড়া বিধানসভা কেন্দ্রের মেলাঘর রেড লোটাস ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ভারতীয় জনতা যুব মোর্চার সিপাহীজলা দক্ষিনাংশের উদ্যোগে নব যুব চৌপাল বৈঠক। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, জেলা দক্ষিণ অংশের যুব মোর্চার সভাপতি সুপাঙ্কুর সরকার, মন্ডল যুব মোর্চার সভাপতি দীপঙ্কর দাস প্রমুখ।

অনুষ্ঠানে বিজেপি প্রদেশ সভাপতি নব ভোটারদের সঙ্গে আলাপ আলোচনা করেন। প্রশ্ন করেন কেন তারা চৌপাল বৈঠকে এসেছে। জেনে নেন প্রধানমন্ত্রী সম্পর্কে তাদের কি অভিমত। তিনি আশ্বস্ত করেন আসন্ন লোকসভা নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী হচ্ছেন মোদী। তিনি এও বলেন প্রধানমন্ত্রী চিন্তা করছেন ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিশ্ব গুরুর আসনে বসানোর। এছাড়াও এদিন তিনি ১০৩২৩ প্রসঙ্গ উল্লেখ করেন বলেন এই যে একটা অভিশাপ তার জন্য দায়ী কমিউনিস্টরা।কমিউনিস্টরা ১০৩২৩ এর যুবক যুবতীদের সর্বস্বান্ত করে দিয়েছে তার জন্য তাদের ক্ষমা করা যায় না।

এছাড়াও এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপির যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। তিনি রাম মন্দির, ৩৭০ ধারা, তিন তালাক ইত্যাদি বিষয়গুলি উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন মোদী হে তো মুমকিন হে। তিনিও আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রীর আসনে বসানোর জন্য যুবদের নিকট আহ্বান রাখেন।উল্লেখ্য মেলাঘরের এই চৌপাল বৈঠকের মধ্য দিয়ে প্রদেশের চৌপাল বৈঠকের সূচনা হল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *