আগরতলার হাতিপাড়ায় ভাই ও ভাইয়ের স্ত্রীকে ছুরি চালিয়ে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি দম্পতি

আগরতলা, ২৬ ফেব্রুয়ারী।। ভাই ও ভাইয়ের স্ত্রীকে ছুরি চালিয়ে হত্যার চেষ্টা৷ বর্তমানে ওই দম্পতি হাসপাতালে ভর্তি৷ ঘটনাটি ঘটেছে আগরতলা শহরের উত্তরাঞ্চল শালবাগানের হাতিপাড়ায়৷ হামলাকারীকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহত দম্পতি বিপদমুক্ত।

জানা গিয়েছে, হাতিপাড়া এলাকার বাসিন্দা খোকন দাস রবিবার রাতে ছোট ভাই সুখেন দাস ও ভাইয়ের স্ত্রী পায়েল কপালীদাসকে ছুরি দিয়ে আঘাত করে খুনের চেষ্টা করে৷ সুখেন দাসের কানের পাশে আঘাত লাগে এবং পায়েলের আঘাত লাগে বুকের নীচে৷ দুজনকেই জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ সুখেন দাস জানিয়েছেন, বড়ভাই খোকন দাস সারাক্ষণ মদ্যপ অবস্থায় থাকে৷

কোন কিছু কারণ ছাড়াই বাড়ির সকলের সাথে ঝগড়ায় লিপ্ত হয়৷ রবিবার রাতেও খোকন মদ্যপ অবস্থায় সুখেনের সাথে বিবাদে লিপ্ত হয়৷ একসময় উত্তেজিত হয়ে খোকন ঘর থেকে ছুরি নিয়ে এসে সুখেনের কানের কাছে আঘাত করে৷ রক্তাক্ত অবস্থায় সুখেন মাটিতে লুটিয়ে পড়ে যায়৷ তাকে বাঁচাতে এগিয়ে আসেন স্ত্রী পায়েল৷ তার পেটে ছুরি চালিয়ে দেয় খোকন৷ চিৎকার চেচামেচি শুরু করে আশেপাশের লোকজন ছুটি আসে এবং খোকনকে আটক করে পুলিশে খবর দেয়৷

পুলিশ গিয়ে খোকন দাসকে আটক করে থানায় নিয়ে যায়৷ হাসপাতালে চিকিৎসাধীন পায়েল ও সুখেন দুজনেই জানিয়েছেন, খোকন দাস প্রায়ই বাড়িতে মহিলা সদস্যদের মারধর করার চেষ্টা চালায়৷ একদিন তার মাকে টেস্টার দিয়ে আঘাত করে৷ ভয়ে মা বাড়ি থেকে অন্য নিকটাত্মীয়র বাড়িতে গিয়ে থাকেন৷ ধারণা করা হচ্ছে খোকন দাস মানসিক বিকারগ্রস্ত৷ পুলিশ একটি মামলা রুজু করে পরবর্তী আইনী প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গিয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *