আগরতলা, ২৫ ফেব্রুয়ারী।। রবিবার বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বুথ এবং মন্ডল কার্যকর্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের ১১০তম পর্ব শোনার জন্য একত্রিত হয়েছিলেন।
রামনগর বিধানসভা কেন্দ্রের ২১ নম্বর বুথে দলীয় কর্মীদের জমায়েত থেকে প্রধানমন্ত্রীর কথা শুনেন রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।
রাজীব ভট্টাচার্য বলেন, এই মন কি বাত পর্বগুলি আমাদের অনুপ্রাণিত করে। আমরা দলের গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং সারা দেশে সাধারণ মানুষের সার্বিক কল্যাণের জন্য করা কাজগুলি শিখতে এবং স্মরণ করতে এসেছি। এটি একটি পুনরুজ্জীবন হিসাবে কাজ করে এবং আমরা আরও প্রচেষ্টার সাথে কাজ করতে অনুপ্রাণিত হই।
“নারী শক্তি” পর্বে প্রধানমন্ত্রীর আলোচনার বিষয় নিয়ে রাজীব বলেন, “নারীকে কীভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী ও সরকার নারীর ক্ষমতায়নের জন্য কী করেছে তা সবার কাছে দৃশ্যমান এবং প্রমাণিত”। বিজেপি প্রদেশ সভাপতি আসন্ন নারী দিবসের জন্য রাজ্যের মহিলাদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন।