বিলোনিয়ায় মৌমাছির আক্রমণে আহত বারজন, হাসপাতালে ভর্তি চারজন

বিলোনিয়া, ২৫ ফেব্রুয়ারী।। মৌমাছির অতর্কিত আক্রমণে আহত বার জন। এরমধ্যে চারজনের অবস্থা গুরুতর। বর্তমানে তারা দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বিলোনয়া থানাধীন সুকান্ত নগর গ্ৰাম পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া এলাকায়।

কিছুই বুঝে উঠার আগে হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৌমাছির অতর্কিত আক্রমণ শুরু করে এক বয়স্ক ব্যক্তিকে। উনার চিৎকার চেচামেচি শুনে এলাকার লোকজন ঘর থেকে বেরিয়ে আসার পর তাদের উপর আক্রমণ শুরু করে মৌমাছির দল। এই মৌমাছির আক্রমণের হাত থেকে নিস্তার পায়নি এলাকার গৃহপালিত পশু পাখিও। এরমধ্যে এলাকার এক বাড়ির চারটি পায়রার মৃত্যু হয় মৌমাছির আক্রমণে।

জানা যায়, এলাকার একটি গাছের মধ্যে মৌমাছি বাসা বেঁধেছিল। একটি পাখি এসে মৌমাছির বাসার উপরে বসতেই এই বিপত্তি বাঁধে। এর পরেই মৌমাছি ঝাঁক বেঁধে আক্রমণ শুরু করে এলাকাবসীর উপর আহতদের বিলোনিয়া মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চলের পাশাপাশি আতঙ্ক তৈরি হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *