তেলিয়ামুড়ায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার এক ব্যাক্তির হাসপাতালে রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২৫ ফেব্রুয়ারী।।গুরুতর আহত অবস্থায় উদ্ধার এক ব্যাক্তির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি রেলগেইট সংলগ্ন এলাকায়। এই মৃত্যু নিয়ে তেলিয়ামুড়া হাসপাতাল থেকে শুরু করে রেল পুলিশ এবং পুলিশ অনেকটাই দায়সারা মনোভাব পোষণ করছে বলে খবর।

জানা গিয়েছে, শনিবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি রেলগেইট সংলগ্ন এলাকায় পার্শ্ববর্তী রাজ্য অসমের বাসিন্দা ভীমলাল বৈষ্ণব নামের এক মধ্যবয়স্ক ব্যাক্তি গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকার সাধারণ মানুষজন ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। তারা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যাক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে নিয়ে এলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভর্তি রেখে চিকিৎসা শুরু করে।

কিন্তু চিকিৎসাধীন অবস্থাতে শনিবার রাতে কিংবা রবিবার ভোরের কোন এক সময় মৃত্যুর কোলে ঢলে পরে ভীমলাল। তবে আশ্চর্যের বিষয় হল সাংবাদিকরা যখন ঘটনার সংবাদ সংগ্রহ করতে যায় তখন প্রত্যক্ষ করতে পারে ভীমলালের মৃতদেহ অনেকটা অবহেলিতভাবে হাসপাতালের মেঝেতে সাদা কাপড়ে ঢাকা। যদিও এই মৃত্যুর ঘটনা নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে তেলিয়ামুড়া রেল পুলিশ কিংবা তেলিয়ামুড়া থানার পুলিশ কেউই সংবাদ মাধ্যমকে কোন প্রকার তথ্য দেয়নি।

এদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল সূত্রের খবর, ভীমলালের মৃতদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে রয়েছে। প্রশ্ন উঠছে, যদি ভীমলালের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তবে কেন তার মৃতদেহের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ? তবে কি ভীমলালের মৃত্যুর পেছনে রয়েছে কোন রহস্য? তার মৃত্যু কি নেহাতই স্বাভাবিক, নাকি পূর্ব পরিকল্পিতভাবে ভীমলালকে হত্যা করা হয়েছে? গোটা ঘটনার সঠিক রহস্য উন্মোচিত হবে নিরপেক্ষ পুলিশী তদন্তের মধ্য দিয়ে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *