সোনামুড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেওয়ার হুশিয়ারী এলাকাবাসীর

বক্সনগর, ২৫ ফেব্রুয়ারী।। সড়ক নির্মাণে আবারো ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে। এই দুর্নীতির চিত্র প্রকাশে আসতেই ক্ষুব্দ হয়ে ওঠেন এলাকার জনগণ। সরকার সড়ক নির্মাণের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করছে,অন্যদিকে কাজের নাম করে বিভিন্ন কোম্পানি এবং ঠিকাদারেরা সড়ক কাজ নিয়ে ব্যাপক দুর্নীতি চালিয়ে যাচ্ছে অথচ সংশ্লিষ্ট দপ্তরের কোন হেলদুল নেই সেদিকে। ঘটনা সিপাহীজলা জেলার সোনামুড়ায়।

জানা গিয়েছে সোনামুড়া মহকুমার কালাপানিয়া পুরাতন ফরেস্ট অফিস থেকে উরমাই কীর্তনীয়া চৌমুহনী পর্যন্ত সড়ক নির্মাণের জন্য সরকার চিত্তরঞ্জন সাহা এন্ড ব্রাদার্স কোম্পানিকে ৪ কোটি ৯ লক্ষ ১৭ হাজার ২৯১ টাকা বরাদ্দ করে। সেই সড়ক কাজের ঠিকাদারি পায় বলরাম দাস। এই সড়কের কাজ শুরু করেছে ঠিকই কিন্তু কাজে এমন ভাবে দুর্নীতি করেছে যা এলাকাবাসীরা দেখে ক্ষুব্ধ হয়ে গেছে। সড়কটি এমনভাবেই করা হয়েছে যে সড়কের পিচ এলাকার মানুষ খুব সহজেই হাতে তুলে ফেলতে পাড়ছে। সড়কে দেওয়া হয়নি কোন ধরনের তৈলাক্ত পদার্থ, এলাকার মানুষকে বোকা বানিয়ে কোনরকম ভাবে এই সড়কের কাজ করে যাচ্ছিল ঠিকেদার।

সড়কের কাজের পাশাপাশি সড়কের পাশে পাকা ড্রেন নির্মাণেরও কথা ছিল বলে জানা গেছে। কিন্তু সেটাও করার দরকার বলে মনে করেনি।স্ এলাকাবাসীদের অভিযোগ যেভাবে সড়কের কাজ করা হচ্ছে সেই রাস্তাটি ছয় মাসও টিকে থাকবে না। তাই এলাকাবাসীদের দাবি সরকারি নির্দেশ অনুসারে তাদের এই সড়কটি যেভাবে করার কথা ছিল সেভাবে যেন পুনরায় করা হয়। যতক্ষণ পর্যন্ত তাদের এই সড়কটি ভালোভাবে না করা হয় ততদিন পর্যন্ত তাদের এই সড়ক নির্মাণের কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *