বিলোনিয়ায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককের উপস্থিতিতে ১৪০ ভোটার বিজেপিতে যোগ দিলেন

বিলোনিয়া, ২৫ ফেব্রুয়ারী।। আবারো সিপিএমে বড় ভাঙ্গন। এবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার বেতাগা এলাকার শক্তি কেন্দ্রের উদ্যোগে ৫১,৫২ এবং ৫৩ নম্বর বুথে ৪৭ পরিবারের ১৪০ জন ভোটার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে সিপিএম দল ত্যাগ করে বিজেপি দলের যোগদান করে। সাথে ছিলেন ৩৫ বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই যোগদান সভার আগে বিজেপি দক্ষিণ জেলা কার্যালয়ে ৩৫ বিলোনিয়া মন্ডলের সাংগঠনিক বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সাংগঠনিক বৈঠক শেষে শহরের ৪৭ পরিবারের প্রায় ১৪০ জন ভোটার প্রতিমা ভৌমিকের হাত ধরে বিজেপি দলে যোগদান করে।

মূলত ২০২৪ লোকসভা নির্বাচনে মোদীকে পুনরায় প্রধানমন্ত্রীর চেয়ারে বসানোই মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিনিয়ত কর্মসূচি জারি রেখেছে বিজেপি। যার মধ্যে রয়েছে জনসম্পর্ক থেকে যোগদান সভা। প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আজ আবার নিজ লোকসভা এলাকায় পদ্মফুল একে দেওয়াল লিখন এর মাধ্যমে বিলোনিয়াতে প্রচার শুরু করেন। এবার বিজেপি দলের স্লোগান হলো “ফের একবার মোদী সরকার” এবং “আপকি বার ৪০০ পার”।

বেতাগায় অনুষ্ঠিত যোগদান সভায় বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রতিমা ভৌমিক বলেন, প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ভারত নির্মাণ করার সংকল্পে প্রধানমন্ত্রীকে পুনরায় ক্ষমতায় বসাতে বিজেপি দলে শামিল হয়েছেন। সেই সাথে কার্যকর্তাদের তিনি নির্দেশ দেন প্রত্যেকটা মানুষের সাথে জনসম্পর্ক করতে এবং প্রত্যেকটি পরিবারের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *