বক্সনগর, ২৫ ফেব্রুয়ারী।। গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ বিএসএফকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ১৭৫ কেজি শুকনো গাঁজা সহ পাঁচজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে রবিবার ভোর রাতে।
রবিবার সকালে যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর অরুপ দেববর্মা, সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা ও সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত জানান, রাত বারোটার দিকে আমরা গোপন সূত্রে খবর পাই।সঙ্গে সঙ্গে সীমান্ত রক্ষী বাহিনী ১৮৯ নং বিএসএফ কোম্পানির লালটিলা ক্যাম্পের বিএসএফ জওয়ানদের জানানোর পর তারাও সহযোগিতা করে।
রাত একটা চল্লিশ মিনিট থেকে ৫০ জন নিরাপত্তা কর্মীর যৌথ বাহিনী অভিযান চালাই। থানা এলাকার এডিসি ভিলেজ এর অন্তর্গত নাচনিয়া টিলার মাতামবাড়ী গ্রামের সুকান্ত পালের বাড়ির চতুর্দিকে ঘেরাও করে অভিযান চালানো হয়। এই অভিযানে গিয়ে দেখা গেল বাড়ির উঠোনে বসে বেশ কয়েকজন শুকনো গাজা প্যাকেট করার কাজ করছেন। যদিও পুলিশের আঁচ পেয়ে অতর্কিত পালিয়ে যেতে উদ্যত হলে পাকড়াও করা হয়। দীর্ঘ সময় ধরে সমস্ত গাঁজা গুলিসহ অভিযুক্তদের রাত প্রায় সাড়ে চারটায় থানায় নিয়ে আসা হয়।
ধৃত পাঁচজন হল সুকান্ত পাল (২৭), ভবতোষ সূত্রধর (৫৫), আবুল কাশেম ( ৪০), মিরজাহান মিয়া (৩৪), জয়নাল আবদিন (৩৯)। এই পাঁচজনের বিরুদ্ধে এন ডিপিএস ধারায় মামলা রুজু করে কোর্টে সোপর্দ করা হয়। এদিকে রবিবার সকাল বেলায় দেখা গেল ধৃতদের বাড়ি থেকে মহিলারা এসে থানার সামনে দাঁড়িয়ে হাউমাউ করে কান্নাকাটি করছে। পুলিশ অফিসাররা জানিয়েছেন এই জাতীয় অভিযান অব্যাহত রাখা হবে।