দিল্লীতে এআইসিসির স্ক্রিনিং কমিটির নেতাদের সাথে বৈঠক করলেন ত্রিপুরার কংগ্রেস নেতৃত্বরা

আগরতলা, ২৫ ফেব্রুয়ারী।। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা সহ কংগ্রেস বিধায়ক তথা কংগ্রেস ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মন রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ইনচার্জ গিরিশ ছোদেনকার এবং এআইসিসি সেক্রেটারি সজারিতা লাইটফ্লাং-এর উপস্থিতিতে জাতীয় রাজধানীতে স্ক্রিনিং কমিটির নেতাদের সাথে দেখা করেন।

সামনে গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন তাই বৈঠকটি গুরুত্বপূর্ণ। যদিও স্ক্রিনিং কমিটি এখনও ত্রিপুরার দুটি লোকসভা আসনের প্রার্থী নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। প্রার্থী তালিকা নিয়ে প্রশ্ন করা হলে প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা বলেন, “আমরা জানি না কে টিকিট পাবে। এটি স্ক্রিনিং কমিটি সিদ্ধান্ত নেবে। আমরা শুধু আমাদের মতামত দিয়েছি।”

সম্প্রতি রানা কে পি সিংয়ের নেতৃত্বে ৩ জন কংগ্রেস নেতার একটি প্রতিনিধি দল ত্রিপুরা সফর করেন এবং দলের সমস্ত সাংগঠনিক জেলার কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা করেন।

বৈঠকের মাধ্যমে প্রকাশিত সমস্ত মতামত কমিটির সদস্যদের দ্বারা উত্থাপন করা হবে এবং সিইসির বৈঠকের পরে আরও বিবেচনা করা হবে এবং আইএনডিআইএ এর বৈঠকের পর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা।

এদিকে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মধ্যে অন্তর্নিহিত অসন্তোষে যেখানে বীরজিৎ সিনহার মতো দলের সিনিয়র নেতারা দীর্ঘদিন ধরে পার্টি অফিস এবং কর্মসূচি থেকে দূরে রয়েছেন সেখানে রাজ্যে দলের সামগ্রিক শক্তি সন্দেহের মধ্যে রয়েছে। এছাড়াও, দলের ছাত্র সংগঠন এনএসইউআই -এর জন্য কাজ করা অনেক যুব কর্মী প্রাক্তন এনএসইউআই রাজ্য সভাপতি সম্রাট রায়ের সাথে দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। এছাড়া দলীয় টিকিট নিয়ে ‘বর্মন গ্রুপ’-এর বিরুদ্ধে ‘ব্যবসা’ ও ‘অর্থকেন্দ্রিক’ রাজনীতির কড়া অভিযোগ তোলা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *