মোহনপুর, ২২ ফেব্রুয়ারী।। লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ঠিক তেমনি রাজ্যেও জাতীয় দলগুলির পাশাপশি আঞ্চলিক দলগুলি লোকসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমেছে। দলবদল হচ্ছে প্রতিনিয়ত।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নির্বাচনের পর জনগণকে ভুলে যাওয়ার কারণেই জনজাতি জনগণ ছাড়ছেন তিপ্রা মথা দল। বৃহস্পতিবার সিমনা বিধানসভার অন্তর্গত হেজামারায় শাসক দলের জোট সঙ্গী আই পি এফ টি দলের এক মেগা যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় তিপ্রা মথা দল ছেড়ে ১১০ পরিবারের ৪১০ জন ভোটার আই পি এফ টি দলে সামিল হন।
নবাগতদের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন উপস্থিত নেতৃত্ব। এই সময় উপস্থিত ছিলেন আই পি এফ টি দলের সিমনা বি এ সি চেয়ারম্যান সুনীল দেববর্মা সহ দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সম্পাদক ও স্থানীয় নেতা কর্মীরা। বলাবাহুল্য ১ নং সিমনা বিধানসভা কেন্দ্রটি রয়েছে তিপ্রা মথা দলের। কিন্তু তিপ্রা মথা দলের কোন কর্মসূচি হচ্ছে না এলাকায়। সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর, পানীয় জল, রেশন থেকে বঞ্চিত। তাই জনজাতি অংশের মানুষ সামিল হচ্ছেন শাসক দলের জোট সঙ্গী আই পি এফ টি দলে।