কুমারঘাট, ২২ ফেব্রুয়ারী।। বৃহস্পতিবার বৃষ্টিস্নাত বিকেলে ঊনকোটি জেলার ফটিকরায়ে উদ্বেধন হল স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে এবং ফটিকরায় ও রাজনগর গ্রাম পঞ্চায়েতের যৌথ সহযোগীতায় আয়োজিত মিলন মেলার। ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লুর হাত ধরে উদ্বোধন হয় চারদিনব্যাপী এই মেলার। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মন্ত্রী তথা মেলা কমিটির চেয়ারমেন সুধাংশু দাস, মন্ত্রী টিংকু রায়, জেলা শাসক রাজীব দত্ত সহ অন্যান্যরা।
উদ্বোধনী পর্বে আলোচনা রাখতে গিয়ে এই ধরনের মেলার আয়োজন করায় মন্ত্রী সুধাংশু দাসকে ধন্যবাদ জানান রাজ্যপাল। এদিন উত্তর- পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরার প্রশংসায়ও পঞ্চমুখ হন রাজ্যপাল।মেলায় মিলনানন্দ নামে স্মরনিকার আবরণ উন্মোচন করেন অতিথীরা।
প্রসঙ্গত ফটিকরায় দ্বাদশশ্রেণী বিদ্যালয়ের মাঠে এদিনের মেলার উদ্বোধনে বাধ সাধে বৃষ্টি। প্রাকৃতিক দূর্যোগকে উপেক্ষা করেই এদিন মানুষ সামিল হয়েছিলেন মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে। চারদিন ব্যাপী মেলায় প্রতিদিন সন্ধ্যা থেকে থাকছে সাংষ্কৃতিক অনুষ্ঠান ও মিউজিক্যাল নাইট। শেষের দুদিন রয়েছে অ্যাশ কিং ও আকৃতি কক্কের অনুষ্ঠান। চারদিনের মেলায় বসেছে বিভিন্ন সরকারী বেসরকারী ষ্টল। ফিতে কেটে স্টলের উদ্বোধন করেন রাজ্যপাল সহ অন্যান্যরা।