খোয়াই, ২২ ফেব্রুয়ারী।। অটো এবং পিকআপ গাড়ির মধ্যে সংঘর্ষে এক যুবতীর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ গুরুতর আহত হয়েছেন আরও নয়জন৷ আহতদের মধ্যে মহিলাও রয়েছে৷ দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ খোয়াই জেলার সোনাতলা এলাকায়৷ আহত নয়জনকে আগরতলায় জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর বারোটা নাগাদ প্রচন্ড বৃষ্টি হচ্ছি খোয়াই মহকুমাজুড়ে৷ বৃষ্টির মধ্যে একটি অটো মাত্রাতিরিক্ত যাত্রী নিয়ে যাচ্ছিল৷ পেছন দিক থেকে একটি পিকআপ গাড়িকে ধাক্কা দেয়৷ এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তার উপর অটোটি পুরোপুরি উল্টে যায়৷ পিকআপ গাড়িতে থাকা লোকজনও আহত হয়৷ দূর্ঘটনার শব্দ পেয়ে আশেপাশের লোকজন ছুটে যায়৷ খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সকে৷ পুলিশও ঘটনাস্থলে পৌঁছে৷ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আহত ৯ জনকে আগরতলায় জিবি হাসপাতালে পৌঁছানো হয়৷ অন্যদিকে নিহত যুবতীর মৃতদেহ নিয়ে যাওয়া হয় খোয়াই হাসপাতালে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়ে অটো এবং পিকআপ গাড়ি আটক করেছে৷ মর্মান্তিক দূর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
এদিকে, মুখমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এই দূর্ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন, ‘‘আজ খোয়াই সোনাতলা ট্রাই-জংশন অঞ্চলে একটি প্যাসেঞ্জার অটো ও মিনি ট্রাকের মধ্যে দুর্ভাগ্যপূর্ন দূর্ঘটনার ঘটনা ঘটে৷ এই ঘটনায় জনৈক যাত্রীর মৃত্যু ও এগার জন আহত হয়, যার মধ্যে নয় জনের অবস্থা গুরুতর হওয়ায় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসা চলছে৷ আমি এই ঘটনায় নিহত ব্যক্তির পরিবার পরিজনদের প্রতি গভীর শোক ব্যক্ত করছি ও আহতদের দ্রুত সুস্থতার কামনা করি৷ পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকদের যথাযথ নির্দেশ দিই৷’’