বিএসএফ ও যাত্রাপুর থানার পুলিশের যৌথ অভিযানে ১৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার

বক্সনগর, ২২ ফেব্রুয়ারী।। বিএসএফ এবং যাত্রাপুর থানার পুলিশ যৌথভাবে অভিযানে নেমে একটি অটো গাড়ি থেকে ১৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তবে অটোচালক বা অন্য কাউকে আটক করা সম্ভব হয়নি। রাতের অন্ধকারে পালিয়ে যায়। সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, নির্ভয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে একটি অটো গাড়ি ভর্তি নেশা সামগ্রী নিয়ে লাল টিলা গ্রাম হয়ে যাচ্ছিল পশ্চিম দিকে।

সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা সিগনাল দিলেই উল্টো পথে গাড়িটি মহেশপুর গ্রামের পূর্ব দিকে আসছিল। বিএসএফ তখন যাত্রাপুর থানার পুলিশকে সঙ্গে সঙ্গে জানায়। এদিকে পুলিশ তড়িঘড়ি এগিয়ে গেলে অটো গাড়িটি নলডেবা ছড়ার ভিতর পড়ে যায়। পালিয়ে যায় অটোচালক সহ আরো ২-৩ জন। দুই দিক থেকে বিএসএফ এবং পুলিশ অভিযানে নেমে নেশা সামগ্রী ও অটো গাড়িটি ছড়া থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে রাতেই।

অটো চালকের নাম জয়নাল হোসেন। অটোর নম্বর টিআর০১-ডি- ২৭১২। পরবর্তী সময়ে এই সমস্ত নেশা সামগ্রীর প্রকৃত মালিক কে এবং কতজন এর সাথে যুক্ত রয়েছে সমস্ত রহস্য উদঘাটন করার চেষ্টা করছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *