আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানী আগরতলা শহরে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত

আগরতলা, ২১ ফেব্রুয়ারী।। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরার বিভিন্ন জায়গায় পালন করা হয়েছে। রাজধানী আগরতলা শহরে এক বর্ণাঢ্য র‍েলি বিভিন্ন পথ পরিক্রমা করে। শিক্ষা দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের যৌথ উদ্যোগে এই র‍্যালির আয়োজন করা হয়।

র‍েলিটি আগরতলা টাউনহল প্রাঙ্গণ থেকে শুরু হয়। শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা, আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এই বর্ণাঢ্য র‍েলিতে অংশ নেন। রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা শেষে পুনরায় টাউনহল প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়। এরপর অতিথিরা, শিল্পী, সাহিত্যিক ও গুণীজন শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।

সাংবাদিকদের সাথে কথা বলার সময় শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার জানান, ১৯৫২ সালে মাতৃভাষা রক্ষার আন্দোলনে যারা শহিদ হয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যেই আজ রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রসংঘ আজকের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম হচ্ছে ‘বহুভাষিক শিক্ষা আন্তঃপ্রজন্মীয় শিক্ষার একটি স্তম্ভ’।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *