আগরতলা, ১৯ ফেব্রুয়ারী।। বোধজংনগর থানার অধীন কান্তা কোবরা পাড়া এলাকায় জঙ্গল থেকে এক যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ সোমবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়৷ তবে খবর লেখা পর্যন্ত পুলিশ মৃত যুবককে সনাক্ত করতে পারেনি৷ এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড নাকি আত্মহত্যার ঘটনা, এনিয়ে সন্দিহান পুলিশ৷
জানা গিয়েছে, সোমবার দুপুরে বোধজংনগর থানায় খবর আসে যে স্থানীয় লোকজন কান্ত কোবরা পাড়ার জঙ্গলে এক যুবকের পচাগলা মৃতদেহ দেখতে পেয়েছেন৷ সাথে সাথেই পুলিশ সেখানে পৌঁছে৷ দেখা গিয়েছে মৃতদেহের প্রায় আশি শতাংশ পচন ধরেছে৷ কোন রকমে মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ পুলিশ মৃতদেহের পাশে কিছু নেশা সামগ্রীও পেয়েছে৷
প্রাথমিকভাবে পুলিশের অনুমান হয়তো নির্জন স্থানে নেশা সেবন করছিল ওই যুবক৷ হয়তো নেশার ওভার ডোজের কারণে ওই যুবকের মৃত্যু হতে পারে৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর গোটা বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷ এমনও হতে পারে যে আরও কয়েকজন সেখানে গিয়েছিল নেশা সেবন করার জন্য এবং কোন একটি বিষয় নিয়ে মতবিরোধে জেরে হত্যাকান্ড সংগঠিত করা হয়েছে৷ তবে ওই যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ৷ আশেপাশের এলাকার লোকজনের সাথে যোগাযোগ করে জানার চেষ্টা করা হচ্ছে যে কোন ব্যক্তি বা যুবক নিখোঁজ রয়েছে কিনা৷