স্ত্রীকে পাশবিক নির্যাতন, রাস্তা থেকে শিশু সন্তান সহ অজ্ঞান অবস্থায় হাসপাতালে পাঠাল ফায়ার সার্ভিস

বক্সনগর, ১৯ ফেব্রুয়ারী।। স্ত্রীকে মারধর করে স্বামী রাজপথে ফেলে দিয়ে চলে গেল। স্ত্রীর সঙ্গে তার ছোট্ট শিশুও ছিল। শেষ পর্যন্ত আহত গৃহবধূকে রাস্তা থেকে উদ্ধার করে মেলাঘরের ফায়ার সার্ভিস কর্মীরা নিয়ে যায় মেলাঘর হাসপাতালে। আর এই নেক্কারজনক ঘটনাটি ঘটেছে সিপাহীজলা জেলার মেলাঘর থানার অধীন মোহনভোগ এলাকায়।

জানা গিয়েছে, হায়দার আলীর ছেলে মনির হোসেন এলাকায় চুরি, ছিনতাই করে চলছে। কয়েকদিন আগেও মনির হোসেন ছাগল চুরি করতে গিয়ে এলাকার মানুষজনের কাছে ধরা পড়ে। তাকে ধরে এলাকার মানুষ গাছের সঙ্গে বেঁধে রাখে। শেষ পর্যন্ত মেলাঘর থানার পুলিশ ওই জায়গা থেকে তাকে উদ্ধার করে। তার স্ত্রীর পারভিন বিবির অভিযোগ সবসময় সে চুরি করে। আর তার উপর অমানসিক নির্যাতন করে। পপ্রতিনিয়তই তার স্ত্রী উপর আক্রমণ করে থাকে।

সোমবার কোন একটি বিষয় নিয়ে মনির হোসেন ও স্ত্রী পারভিন বিবির কথা কাটাকাটি হয়। এরপর মনির হোসেন তার স্ত্রীকে বাড়ি থেকে মারতে মারতে মোহনভোগ – তৈবান্দাল চুন্দল এলাকায় অজ্ঞান অবস্থায় ফেলে দিয়ে চলে যায়। সঙ্গে পারভিন বিবির দুই বছর এক শিশু ছিল। মনির হোসেনের পরিবারের অন্যান্য সদস্যরা অথবা এলাকার মানুষ আহত পারভিন বিবিকে হাসপাতালে আনার প্রয়োজন বোধ করেনি।

শেষ পর্যন্ত খবর পেয়ে মেলাঘর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে রাস্তা থেকে অজ্ঞান অবস্থায় পারভিন বিবিকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে মেলাঘর হাসপাতালে তারা চিকিৎসা চলছে। এ নিয়ে গোটা এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়ে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *