তেলিয়ামুড়া, ১৯ ফেব্রুয়ারী।। দীর্ঘদিন ধরেই খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কুকুর, বেড়াল, বানর ইত্যাদি প্রাণীর আক্রমণে অসুস্থ রোগীর প্রয়োজনীয় প্রতিষেধকের অভাব পরিলক্ষিত হচ্ছে। দিনের পর দিন, মাসের পর মাস মহকুমা হাসপাতাল প্রতিষেধক শূন্য থাকছে। বিনামূল্যে হাসপাতাল থেকে যেই প্রতিষেধক পাওয়ার কথা অধিকাংশ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রতিষেধক হাসপাতালের বাইরের বিভিন্ন দোকান থেকে চড়া দামে কিনতেও বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।
এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠছে।
জানা গিয়েছে, রবিবার রাতে তেলিয়ামুড়াতে একটি শিশু কুকুরের আক্রমণের শিকার হয়। তারপর তড়িঘড়ি-পরিজনরা ঐ শিশুকে মহকুমা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতাল থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় প্রয়োজনীয় প্রতিষেধক দেওয়া যাবে না। কারণ হাসপাতালে প্রতিষেধক মজুত নেই। তখন শিশুটির উদ্বিগ্ন পরিজনকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে প্রতিষেধক আনতে হয়েছে।
গোটা বিষয় নিয়ে সোমবার তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বললে উনার তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় বিগত কয়েক মাস ধরে সংশ্লিষ্ট ভ্যাকসিন শূন্যতায় ভুগছে মহকুমা হাসপাতাল। পাশাপাশি এটাও দাবি করা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে বিষয়টি নিয়ে যাওয়া হলেও যেহেতু রাজ্য জুড়েই প্রতিষেধক স্বল্পতা রয়েছে, তাই পাওয়া যাচ্ছে না। এদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কুকুর ,বেড়াল, বানর ইত্যাদি আক্রমণ করলে যে প্রয়োজনীয় প্রতিষেধক সেই প্রতিষেধক না পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক।