ফলাফল প্রকাশ ও নিয়োগের দাবীতে ফের শিক্ষা ভবনের সামনে ধর্না এসটিজিটি চাকরি প্রার্থীদের

আগরতলা, ১৯ ফেব্রুয়ারী।। ২০২২ সালের এসটিজিটি চাকরি প্রার্থীরা আবারও ফলাফল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে টিআরবিটি অফিসের দরজায় কড়া নাড়লেন। আগরতলায় শিক্ষা ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলার সময়, আন্দোলনকারী প্রার্থীরা বলেছেন, যে স্নাতক শিক্ষকদের জন্য ২৩০ টি শূন্যপদের জন্য ২০২২ সালের সেপ্টেম্বরে টিআরবিটি দ্বারা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত ফলাফল প্রকাশ না হওয়ায় স্থবির হয়ে পড়েছে নিয়োগ প্রক্রিয়া।

চাকরি প্রার্থীরা আরও জানান, আমরা দ্বারে দ্বারে ঘুরেছি, শিক্ষা দপ্তরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী সহ অন্যানয় মন্ত্রী, টিআরবিটি কর্তৃপক্ষ এবং শিক্ষা বিভাগের আধিকারিকের সাথে দেখা করার চেষ্টা করছি দেড় বছরেরও বেশি সময় ধরে। কিন্তু আমরা জানি না কেন আমাদের ফলাফল স্থগিত রাখা হয়েছে। সরকার আমাদের ফলাফল দেওয়ার কথা ভাবছে নাকি চাকরি পাওয়ার সুযোগ নেই তা জানতে আমরা এখানে এসেছি। শিক্ষামন্ত্রীকে স্পষ্ট জবাব দিতে হবে।

রাজ্য সরকারের ভূমিকা এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী রতন লাল নাথের বক্তব্যের সমালোচনা করে এক প্রার্থী বলেন, বিভিন্ন সংবাদ সম্মেলনে তৎকালীন শিক্ষামন্ত্রী বলেছিলেন যে যোগ্য লোকের অভাবের কারণে প্রচুর সংখ্যক পদ খালি রয়েছে। তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে বিএড শেষ করার ব্যবস্থাও করেছিলেন। তদনুসারে, রাজ্য জুড়ে অনেক শিক্ষার্থী বিএড সম্পূর্ণ করার জন্য ঋণ নিয়েছেন এবং শিক্ষকতার চাকরির জন্য পরীক্ষায় বসেছেন। কিন্তু শিক্ষা বিভাগ তার বিবৃতি থেকে ইউ-টার্ন নিয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে কোন মনোযোগ দিচ্ছে না।
হতাশ বেকার যুবক যুবতীরা আরও জানান, আমরা একটি গুরুতর সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। ব্যাংক কর্তৃপক্ষ ঋণ পরিশোধের জন্য চাপ দিচ্ছে। মন্ত্রী ও দপ্তরের আশার ভিত্তিতে আমরা ঋণ নিয়েছি।

প্রয়োজনীয় সকল যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা চাকরির জন্য সংগ্রাম করছি। আন্দোলনকারী প্রার্থীরা বলেন, কর্তৃপক্ষ আমাদের চাকরি সংক্রান্ত কিছু মামলার কারণ উল্লেখ করছে, কিন্তু আমাদের কাছে এর কোনো বৈধ প্রমাণ বা ব্যাখ্যা নেই। আগামী কয়েক দিনের মধ্যে লোকসভা নির্বাচন উল্লেখ করে বিক্ষোভকারীরা সংশ্লিষ্ট বিভাগ এবং মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *