আগরতলা, ১৯ ফেব্রুয়ারী।। সুনির্দিষ্ট সূত্রে খবর পেয়ে মধুপুর থানার পুলিশ রবিবার গভীর রাতে নোয়াবাড়ী চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে দুটি বাইক উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান এই বাইকগুলি অন্য কোন জায়গা থেকে চুরি করে আনা হয়েছে।
মধুপুর থানার পুলিশ জানিয়েছে, নোয়াবাড়ি চা বাগানের কাছে অভিযানের সময় শুকনো পাতার স্তূপে ঢাকা গভীর রাবার বাগান থেকে দুটি বাইক উদ্ধার করা হয়েছে। একটি গ্ল্যামার বাইক। যার নম্বর টিআর-০১ভি-৯৪৯৮ এবং একটি নম্বরবিহীন সুপার স্প্লেন্ডার উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও উল্লেখ করেছেন যে বাইকের আসল মালিকদের সনাক্ত করা যায়নি এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য আদালতে হস্তান্তর করা হবে। এদিকে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কইয়াঢেপা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের জন্য বাইকগুলো গভীর জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছিল।