ধর্মনগর আইএসবিটিতে গাঁজা সহ বিহারের পাঁচ মহিলা ও এক পুরুষ গ্রেফতার

ধর্মনগর, ১৯ ফেব্রুয়ারী।। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশ ১৭.৭৫৬ কেজি শুকনো গাঁজাসহ পাঁচ মহিলা ও একজন পুরুষসহ মোট ছয়জনকে আটক করেছে। আটককৃতরা হলেন বিকাশ মন্ডল, কবিতা দেবী, কাজল বেবী, রিংকু দেবী, রঞ্জু দেবী, সুমন দেবী। তারা সবাই বিহারের বাসিন্দা।

ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানিয়েছেন, আটককৃতরা বিহারের বাসিন্দারা। তারা জিরানিয়া থেকে সড়কপথে কুমারঘাটে পৌঁছেছিল এবং একটি অটোতে করে আইএসবিটি ধর্মনগরে পৌঁছে। সন্দেহের ভিত্তিতে, স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং সেই অনুযায়ী পুলিশকর্মীরা ছয়জনকে আটক করে। তাদের কাছ থেকে ২৬টি প্যাকেটে মোট ১৭.৭৫৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতদের পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *