বিলোনিয়া, ১৭ ফেব্রুয়ারী।।দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার সীমান্ত এলাকায় আবারো এক বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করল বিএসএফ জওয়ানরা। আটক বাংলাদেশীর নাম মৈন উদ্দিন।
শুক্রবার রাতে ঋষ্যমুখ ব্লকের কৃষ্ণনগর এলাকার সীমান্ত দিয়ে অবৈধভাবে ত্রিপুরা অনুপ্রবেশ করায় বিএসএফ তাকে আটক করে ঋষ্যমুখ ফাঁড়িী পুলিশের হাতে তুলে দেয়। শনিবার সকালে বিলোনিয়া থানাতে ধৃত বাংলাদেশি মৈন উদ্দিনকে নিয়ে আসার পর অবৈধভাবে অনুপ্রবেশ করার অপরাধে মৈন উদ্দিনের বিরুদ্ধে পাসপোর্ট এক্টে মামলা নথিভুক্ত করে পুলিশ। দুপুর একটা নাগাদ তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে বাংলাদেশী মৈন উদ্দিনকে আদালতে সোপর্দ করে পুলিশ । পুলিশের আবেদন অনুযায়ী আদালত তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে।