লোকসভা নির্বাচনকে সামনে রেখে ৪ থানার ওসি সহ ৭ ইন্সপেক্টরকে জেলা স্তরে বদলি

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী।। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা পুলিশে আরো একপ্রস্থ রদবদল হল শনিবার। রাজ্য পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জনের স্বাক্ষর করা বদলি তালিকায় ৪ থানার ওসি সহ ৭ ইন্সপেক্টরকে জেলা স্তরে বদলি করা হয়েছে।

তালিকায় প্রথমেই রয়েছেন জিরানীয়া থানার ওসি হিমাদ্রী সরকার। তাঁকে ধর্মনগর থানার ওসি করা হয়েছে। আগরতলা ট্রাফিক ইউনিট থেকে ইন্সপেক্টর দেবজিৎ চ্যাটার্জীকে পানিসাগর থানার ওসি করা হয়েছে।

ধলাই জেলা থেকে ইন্সপেক্টর রাজু দত্তকে জিরানীয়া থানার ওসি করা হয়েছে। একই ভাবে ট্রাফিক ইউনিট থেকে ইন্সপেক্টর রাজু ভৌমিককে কাকড়াবন থানার ওসি করা হয়েছে। পানিসাগর থানা থেকে ইন্সপেক্টর আশীষ সরকারকে আগরতলা ট্রাফিক ইউনিটে বদলি করা হয়েছে।

একই ভাবে ধর্মনগর থানার ওসি ইন্সপেক্টর নাড়ুগোপাল দেবকে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চে বদলি করা হয়েছে। পশ্চিম থানা থেকে ইন্সপেক্টর কৃষ্ণসাধন জমাতিয়াকে আগরতলা ট্রাফিক ইউনিটে বদলি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর খুব শীঘ্রই একই থানায় ৩ বছর কর্মরত কনস্টেবলদের অন্যত্র বদলি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শীঘ্রই তারাও জেলা স্তরে বদলি হতে পারেন বলে খবর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *