কুমারঘাটের হালাইমুড়ায় স্থাপন করা হল লৌহমানব সর্দার বল্লবভাই প্যাটেলের মর্মর মূর্তী

কুমারঘাট, ১৩ ফেব্রুয়ারী।। ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটের দেও এবং মনু নদীর মিলনস্থল হালাইমুড়ায় স্থাপন করা হল ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী তথা লৌহমানব সর্দার বল্লবভাই প্যাটেলের মর্মর মূর্তী। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অর্থানুকুল্যে স্থাপন করা হয়েছে এই মূর্তি।

কুমারঘাট পুরপরিষদ এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার কুমারঘাটের হালাইমুড়ায় দেও এবং মনু নদীর মিলনস্থলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বল্লবভাই প্যাটেলের মর্মর মূর্তীর আবরণ উন্মোচন করেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, মহকুমা শাসক সুব্রত কুমার দাস, কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিত দাস, তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের উপঅধিকর্তা প্রদীপ রিয়াং সহ অন্যান্যরা।

তথ্য অনুযায়ী ১১ ফুট উচ্চতার এই মূর্তী নির্মাণে ব্যায় হয়েছে ৫০ লক্ষ টাকা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বল্লবভাই প্যাটেলের জীবনী নিয়ে আলোচনা করেন বিধায়ক ভগবান দাস। তিনি বলেন হালাইমুড়ায় এই মূর্তী স্থাপনই শেষ নয়, দুই নদীর মিলনের এই পবিত্র জায়গায় আগামীদিনে পর্যটন কেন্দ্র গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে সবার সহযোগিতা চান বিধায়ক ভগবান দাস। বিধায়কের তৎপরতায় হালাইমুড়ায় বল্লবভাই প্যাটেলের মূর্তী নির্মাণ হওয়ায় খুশি এলাকার মানুষ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *