লোকসভা নির্বাচনকে সামনে রেখে ‘গ্রাম চলো অভিযান’ শুরু ত্রিপুরা বিজেপির

বিশালগড়, ৭ ফেব্রুয়ারী।। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরাতে প্রদেশ বিজেপির উদ্যোগে গাও চলো অভিযানের সূচনা হয়েছে৷ মূলত জনসংযোগ বৃদ্ধি করার লক্ষ্যেই শাসক দলের এই কর্মসূচি৷ বুধবার বিজেপির প্রদেশ সভাপতি ১৫ কমলাসাগর মন্ডলের অন্তর্গত ৩ নং বুথে ক্ষত্রিয় সমাজের সমাজপতি এবং লাভার্থীদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন৷

তাছাড়া এদিন প্রদেশ বিজেপি সভাপতি ওই বুথের স্বসহায়ক দলের মহিলাদের সাথে মতবিনিময় করেন৷ স্বসহয়াক সমন্বয়ের মাধ্যমে অত্মনির্ভরতার বিভিন্ন বিষয় সম্পর্কে শ্রী ভট্টাচার্য অবহিত হয়েছেন৷ তাছাড়া ওই এলাকায় এদিন দলীয় কর্মীদের নিয়ে বিভিন্ন সরকারী প্রকল্পের সুযোগ সুবিধা যেসব পরিবারে পৌঁছেছে সেগুলিও পরিদর্শন করেছেন৷

প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গ্রাম চলো অভিযান নামে একটি কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি৷ দেশের ৭ লক্ষ গ্রামে গিয়ে মানুষের কাছে পৌঁছাতে জনসংযোগ অভিযানের অঙ্গ হিসেবে গ্রাম চলো অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ পাশাপাশি শহরাঞ্চলের জনসংযোগ কর্মসূচি চলবে৷ ত্রিপুরার ৩,৩৪৯ টি বুথে এই কর্মসূচিতে অংশ নেবে ৩,৩৪৯ জন নেতৃত্ব৷ তারা সেই বুথে একদিন জনসংযোগ করবে৷ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এই কর্মসূচিতে অংশ নিতে সুরমা বিধানসভা কেন্দ্রে যাবেন৷

নেতৃত্ব এই কর্মসূচিতে অংশ নিয়ে বুথ কমিটি গুলি নিয়ে সভা, ভোটার তালিকাগুলি পরিদর্শন করবেন, নতুন ভোটারদের সাথে মিলিত হবেন, বুথের বিশিষ্ট নাগরিকদের সাথে দেখা করবেন, বিকশিত ভারত সংকল্প যাত্রা মাধ্যমে যারা সুবিধাভোগী হয়েছে তাদের সাথে দেখা করে কথা বলবেন এবং মুক্তিযোদ্ধা ও শহিদ কেউ থাকলে সেই পরিবারের সাথে দেখা করে কথা বলবেন নেতৃত্ব৷ এই কর্মসূচির জন্য প্রথম পর্যায়ে ২০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রস্তুতি চলেছে৷ ৭ ফেব্রুয়ারি থেকে নিবাসী উপবাস শুরু হবে৷ চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত৷ তারপর ১৪ ফেব্রুয়ারি হবে সমীক্ষা বৈঠক৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *