সোনামুড়া, ৭ ফেব্রুয়ারী।। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ গাঁজা সহ তিন যুবককে গ্রেপ্তার করেছে৷ ঘটনাটি ঘটেছে ত্রিপুরার যাত্রাপুর থানার অধীন নির্ভয়পুর এলাকায় বুধবার ভোররাতে৷ এছাড়া পুলিশ বোত্তামুড়া এলাকা থেকে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে৷
যাত্রাপুর থানার ওসি জানিয়েছেন, গোপন সংবাদে পুলিশের কাছে খবর আসে নির্ভয়পুর এলাকা দিয়ে একটি গাড়িতে করে প্রচুর পরিমাণে গাঁজা পাচার করা হবে৷ সেই খবরের ভিত্তিতে পুলিশ নির্ভয়পুর এলাকায় অ্যাম্বুশ করে৷ ভোর রাতে একটি প্রাইভেট কার ওই এলাকা দিয়ে যাওয়ার সময় পুলিশ গাড়িটি আটক করে৷ গাড়িতে থাকা চালক সহ তিনজনকে আটক করা হয়৷ গাড়িতে তল্লাসি চালিয়ে একুশ কেজি পাঁচশ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে৷ ধৃতরা হল গাড়ির চালক মহম্মদ জলিল মিয়া এবং অপর দুই যুবক আব্দুল খালিক এবং নূর নবী৷
পুলিশ ধৃতদের থানায় নিয়ে যায় উদ্ধার করা গাঁজা সহ৷ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে একটি মামলা রুজু করা হয়েছে৷ অন্যদিকে, যাত্রাপুর থানার অধীন বোত্তামুড়া এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে এক বাংলাদেশী নাগরকিকে আটক করা হয়েছে৷ তার বিরুদ্ধে বেআইনীভাবে ভারতীয় ভূখন্ডে অনুপ্রবেশের মামলা রুজু করা হয়েছে৷