ধর্মনগর রেল স্টেশনে বাংলাদেশের এক নাবালিকা ও দুই মহিলাকে আটক করল পুলিশ

ধর্মনগর, ৮ ফেব্রুয়ারী।। মঙ্গলবার গভীর রাতে কাজের সন্ধানে পশ্চিমবঙ্গে যাওয়ার সময় ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর রেলওয়ে স্টেশনে সরকারি রেলওয়ে পুলিশ এক নাবালিকা সহ তিন বাংলাদেশী নাগরিককে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে যে এই তিন বাংলাদেশী নাগরিক, যারা অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল তারা পশ্চিমবঙ্গের শিয়ালদহের দিকে যাওয়ার সময় ত্রিপুরায় ধরা পড়ে।

মঙ্গলবার রাতে ধর্মনগর রেলস্টেশনে সরকারি রেলওয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এই দলে সালমা বেগম (২৩) ও তাহিরা বেগম (৪২) নামে দুই মহিলা এবং সামিনা নামে এক নাবালিকা রয়েছে। তারা বসিরহাট জেলার অন্তর্গত মৌলভীগঞ্জ থানার আমতলি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। জিআরপি গতকাল তাদের ত্রিপুরা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাহিরা বেগম দাবি করেন, এক বাংলাদেশী দালালের সহায়তায় তারা পশ্চিমবঙ্গের শিয়ালদহে পৌঁছানোর উদ্দেশ্য নিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল। ওই দালাল তাদের জন্য একটি ভাল বেতন দিয়ে চাকরি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *