আগরতলা, ৭ ফেব্রুয়ারী।। স্ত্রীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার দায়ে অভিযুক্ত স্বামীকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন বিচারক৷ সাজাপ্রাপ্ত আসামির নাম গৌতম চক্রবর্তী৷ তাঁকে বুধবার আদালতের বিচারক সাজা ঘোষণা করেছেন৷
মামলার বিবরণে জানা গিয়েছে, পশ্চিম ত্রিপুরা জেলার অরুন্ধুতিনগর এলাকার বাসিন্দা গৌতম চক্রবর্তী ২০২০ সালের ৮ মার্চ রাতে স্ত্রী অনিমা চক্রবর্তীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায়৷ পরদিন সকালে ছেলে নয়ন চক্রবর্তী বাড়িতে গিয়ে দেখতে পান ঘরের খাটের উপর রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে মা অনিমা চক্রবর্তীর৷ পরে নয়ন চক্রবর্তী এডি নগর থানায় একটি মামলা দায়ের কারেন৷ মামলার নম্বর ৩৬/২০২০৷ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করে এবং গ্রেপ্তার করা হয় অভিযুক্ত গৌতম চক্রবর্তীকে৷
এই মামলার প্রথমে তদন্তকারী অফিসার ছিলেন রমেন্দ্র দেববর্মা৷ পরবর্তী সময় মামলাটি তদন্ত করেন ইনস্পেক্টর কিরণ শংকর চৌধুরী৷ শ্রী চৌধুরী মামলার তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন৷ তারপর চলে বিচার প্রক্রিয়া৷ দীর্ঘ শুনানির পর মঙ্গলবার বিচারক আসামি গৌতম চক্রবর্তীকে দোষি সাব্যস্ত করেন৷ বুধবার সাজা ঘোষণা করা হয়৷ বিচারক আসামি গৌতম চক্রবতীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেন৷ জরিমানার টাকা অনাদায়ে আরও ছয়মাসের সশ্রম কারাদান্ডের সাজা ঘোষণা করেছেন৷