ত্রিপুরায় সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক করলেন এআইসিসির তিন সদস্যক স্ক্রিনিং কমিটি

আগরতলা, ৭ ফেব্রুয়ারী।। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফেও চলছে সাংগঠনিক নান কর্মসূচি। এআইসিসি প্রতিনিধিরাও রাজ্যে আসতে শুরু করেছেন। মঙ্গলবার দুদিনের সফরে এসেছিলেন এ আই সি সি -র তিন সদস্য স্ক্রিনিং কমিটি। কমিটির চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন রানা কে সি সিং। সঙ্গে ছিলেন জয়বর্ধন সিং, আইবেন ডিসুজা।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানিয়েছেন, মূলত লোকসভা নির্বাচনে সামনে রেখে স্ক্রিনিং কমিটি রাজ্য সফরে এসেছিলেন। মঙ্গলবার বিকাল পাঁচটা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রদেশ কংগ্রেস ভবনে দলীয় নেতৃত্ব ও কর্মীদের সাথে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। লোকসভা নির্বাচনের দুটি আসনের লড়াই সম্পর্কে পরামর্শ নেওয়া হয়।

এদিকে, বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে নেতৃত্বদের সাথে স্ক্রিনিং কমিটি আলোচনা করেন। পাশাপাশি কমিটির উদ্যোগে প্রার্থী চয়নে মতামত গ্রহণ করা হয়। আগামী দিনে কিভাবে দল এগিয়ে যাবে সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন স্ক্রিনিং কমিটির সদস্য জারিতা লাইফ্রাং।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *