বিলোনিয়া, ৬ ফেব্রুয়ারী।। বিধানসভা নির্বাচনে হারের প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে। বিজেপি ঋষ্যমূখ মন্ডলের সাংগঠনিক সভায় উপস্থিত হয়ে বললেন দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।
মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ ঋষ্যমূখ মন্ডলের অন্তর্গত মতাইয়ে মা মোহিনী কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বিজেপি দলের সাংগঠনিক সভা।
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং রাজ্যের দুটি লোকসভা আসনে বিজেপির জয় নিশ্চিত করার জন্য রাজ্যের প্রতিটি মন্ডলের অনুষ্ঠিত হচ্ছে এই ধরনের সাংগঠনিক বৈঠক।
এদিকে আজ ৩৭-ঋষ্যমুখ মন্ডলের উদ্যোগে আয়োজিত যোগদান সভায় ৩২ পরিবারের ৭৬ জন ভোটার তিপ্রা মথা এবং সিপিআইএম দলত্যাগ করে ভারতের জনতা পার্টিতে যোগদান করেন।
সকল নবাগতদের দলীয় পতাকা হাতে দিয়ে দলে স্বাগত জানান রাজীব ভট্টাচার্য। এদিনের সাংগঠনিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সুশংকর ভৌমিক, প্রাক্তন মন্ডল সভাপতি অশেষ বৈদ্য। জেলা সাধারণ সম্পাদক দ্বীপায়ন চৌধুরী প্রমুখ।