সাব্রুম সীমান্তে চোরাচালান বাণিজ্যে জড়িত ২৩ জন বাংলাদেশী নাগরিক আটক, ৬২৫০ কেজি চিনি জব্দ

আগরতলা, ৬ ফেব্রুয়ারী।। ভারত বাংলাদেশ আন্তঃসীমান্ত চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে বড় সফলতা পেল বিএসএফ। ত্রিপুরায় নিয়োজিত বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) রাজ্যের দক্ষিণ জেলার অন্তর্গত সমরগঞ্জ থেকে ২৩ জন বাংলাদেশী পাচারকারীকে আটক করেছে এবং ৬২৫০ কেজি চিনি জব্দ করেছে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, চিনির আন্তঃসীমান্ত চোরাচালান সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিএসএফের জওয়ানরা দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত সমরগঞ্জ এলাকায় অভিযান চালায় এবং ২৩ জন বাংলাদেশী পাচারকারীকে আটক করে। বাংলাদেশী পাচারকারীরা ছোট ছোট দলে ভাগ হয়ে ভারতে তাদের প্রতিপক্ষের কাছ থেকে চিনির চালান পেতে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করেছিল।

সেখান থেকে ৬২৫০ কেজি ওজনের ১২৫ ব্যাগ চিনি উদ্ধার করা হয়েছে এবং আটক বাংলাদেশী পাচারকারীদের কাছ থেকে ১৭টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ২৩ জন বাংলাদেশী পাচারকারীর মধ্যে ২২ জন ফেনী জেলার সীমান্তবর্তী এলাকার এবং ১জন চট্টগ্রাম জেলার বাসীন্দা বলে বিএসএফ জানিয়েছে।এদিকে, এফআইআর দায়ের করা হয়েছে এবং আটক বাংলাদেশী পাচারকারীদের ডাক্তারি পরীক্ষার পর মনু থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, চাকরির জন্য ত্রিপুরায় অবৈধভাবে অনুপ্রবেশের পরে ১২ জন বাংলাদেশী নাগরিককে স্বদেশে প্রত্যাবর্তন করা হয়েছে। পতাকা বৈঠকের জন্য বর্ডার গার্ডস বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হয় বিএসএফের তরফে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *