বন্য হাতির তান্ডব থেকে মুক্তির পথ খোঁজার লক্ষ্যে জেলাশাসকের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত

তেলিয়ামুড়া, ৩ ফেব্রুয়ারী।। খোয়াই জেলার তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় বন্য হাতির আক্রমণ থেকে এলাকাবাসীদের মুক্তি দিতে জেলা প্রশাসনের দৌড়ঝাপ শুরু। শনিবার দুপুরে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে খোয়াই জেলা শাসক ডঃ চান্দনি চন্দনের পৌরহিত্যে হাতি তাড়াও অভিযান সম্পর্কিত বিষয় নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক থেকে শুরু করে বনদপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, মহকুমা পুলিশ আধিকারিক সহ স্বশাসিত জেলা পরিষদের ই.এম কমল কলই সহ বিভিন্ন প্রশাসনিক ও একাধিক জনপ্রতিনিধিরা। মূলত এই দিনের এই বৈঠকে সভাপতিত্ব করেন ডিসিএম অমিত রায় চৌধুরী। বৈঠক শেষে এর প্রাসঙ্গিকতা নিয়ে খোয়াই জেলা শাসক ডক্টর চাঁদনী চন্দন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, চলতি বছরের ২৯ ই জানুয়ারি তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি এলাকায় বন্য হাতির আক্রমণ থেকে এলাকার লোকজনদের চিরতরে মুক্তির দাবীতে পথ অবরোধ সংঘটিত হয়েছিল।

মূলত সেখানে দাবী উঠেছিল মতি নামের যে হাতি রয়েছে সেই হাতিটি বিভিন্ন এলাকায় বর্তমান সময়ে তাণ্ডব চালাচ্ছে। হাতিটিকে কিভাবে বাগে আনা যায় এই নিয়েই ছিল শনিবারের এই গুরুত্বপূর্ণ বৈঠক। যদিও এদিনের এই বৈঠকে প্রশাসনিক কর্তা ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত থাকলেও দেখা মিলেনি উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *