আগরতলা, ৩ ফেব্রুয়ারী।। আগরতলায় সায়েন্স সিটিতে শিক্ষামূলক ভ্রমণে এসে হয়রানির শিকার হতে হল দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের মনুবাজারের ফুলছড়ি হাইস্কুলের ছাত্রছাত্রীরা৷ সায়েন্স সিটি সংলগ্ণ একটি গাড়ির গ্যারেজের মালিকের মেয়ের দ্বারা চরম হয়রানি হতে হয়েছে ছাত্রছাত্রী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের৷ ঘটনার প্রতিবাদে সিদ্ধিআশ্রম এলাকায় পথ অবরোধ করেন ছাত্রছাত্রীরা৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ ওই যুবতীকে পুলিশ থানায় নিয়ে যায় এবং পরে ছেড়ে দেয়৷
জানা গিয়েছে, দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের মনুবাজার এলাকার ফুলছড়ি হাইস্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকারী শিক্ষামূলক ভ্রমণে আসে সায়েন্স সিটিতে৷ সেখানে যাওয়ার পর রাস্তায় প্রচুর গাড়ির লাইন ছিল৷ তাই রাস্তার পাশে একটি গ্যারেজের সামনে গাড়িটি দাঁড় করিয়ে রাখেন চালক৷ সায়েন্স সিটির ভেতর থেকে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা যখন বেরিয়ে এসে গাড়িতে উঠছিলেন তখন গ্যারেজের মালিকের মেয়ে একটি পাইপ দিয়ে আচমকা জল ছিটিয়ে দিতে থাকে৷ তাতে গাড়ির ভিতরের বসার আসন যেমন ভিজে গেছে তেমনি ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারাও ভিজে গিয়েছেন৷ বিষয়টি নিয়ে শিক্ষক শিক্ষিকারী ওই যুবতীর সাথে কথা বলতে গেলে অভব্য আচরণ করেন এবং অশ্লীল ভাষায় গালিগলাজ করেন বলে অভিযোগ৷ এই ঘটনায় ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷
ছাত্রছাত্রীরা সেখানে পথ অবরোধে সামিল হয়৷ পরে খবর পেয়ে সেখানে পৌঁছেন আমতলীর এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরা সহ আমতলী থানার পুলিশ৷ ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা করে পথ অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়৷ একই সাথে পুলিশ ওই যুবতীকে থানায় নিয়ে যায়৷ পরে অভিভাবকদের সাথে আলোচনা করে ওই যুবতীকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়৷ এদিনের এই ব্যাতিক্রমী ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷