রেগার মজুরী প্রদান সহ একাধিক দাবীতে ডম্বুরনগর ব্লক অফিসে তালা ঝুলিয়ে দিলেন শ্রমিকরা

গন্ডাছড়া, ২৯ জানুয়ারি।। জনৈক ব্লক অধিকারীকের এক গুয়েমি আচরণ, বিভিন্ন ভিলেজ থেকে আসা সাধারণ মানুষের সঙ্গে অভব্য আচরণ, রেগা টাকা চাইতে গেলে সাধারণ মানুষের সঙ্গে ব্লকে কোন টাকা নেই বলে ব্লকঅধিকারিরের অনৈতিক আচরণে ক্ষুব্ধ হয়ে সোমবার ডুম্বুরনগর ব্লকের তিনটি দরজায় তালা ঝুলিয়ে দেয় সংশ্লিষ্ট ব্লকের রেগা শ্রমিকরা। রেগা শ্রমিকদের অভিযোগ গণধোলাই -এর ভয়ে ব্লক অফিসের পেছনের দরজা দিয়ে পালিয়ে আত্মরক্ষা করেন ডুম্বুরনগর ব্লকের বিডিও।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ডুম্বুরনগর ব্লকের উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজের রেগা শ্রমিকরা গত বছরের সেপ্টেম্বর মাস থেকে রেগার কাজ সম্পন্ন করার পরও রেগার মজুরী পাচ্ছেন না। তাছাড়া সত্তর আশি বছর পাড় হয়ে যাওয়ার পরও এখনো মিলছেনা বয়স্ক ভাতা। বারবার ডুম্বুরনগর ব্লকের বিডিও -র নিকট রেগা শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যার কথা জানাতে গেলে বিডিও বলে দিচ্ছেন ব্লকে কোন টাকা নেই। অফিস থেকে বেরিয়ে যাও।

দিনের পর দিন একজন অফিসার কর্তৃক এধরণের ব্যাবহারে তিতিবিরক্ত হয়ে নিজেদের পেটের তাগিদে সোমবার রেগা শ্রমিকরা ডুম্বুরনগর ব্লকের মূল দরজা সহ মোট তিনটি দরজায় তালা ঝুলিয়ে দেয় রেগা শ্রমিকরা। শ্রমিকরা জানান গণধোলাই -এর ভয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে কোন রকমে আত্মরক্ষা করেন বিডিও। ডুম্বুরনগর ব্লকের দরজায় তালা দিয়ে আন্দোলন অব্যাহত রাখা শ্রমিকরা জানান দ্রুত সমস্যার সমাধান করতে হবে নতুবা তালা খুলবে না। পরে ডিসিএমের আশ্বাসে তালা খুলে দেওয়া হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *