শালগড়ায় দুই কুখ্যাত চোরকে গ্রেফতার করল পুলিশ, উদ্ধার চুরি যাওয়া নগদ টাকা

উদয়পুর, ২৯ জানুয়ারি।।গোমতী জেলার উদয়পুরের রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে পুলিশ চুরি যাওয়া টাকাপয়সা সহ দুইজনকে গ্রেফতার করেছে। রবিবার রাতে উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত শালগড়া এলাকার বাসিন্দা তপন দেবনাথের বাড়ি থেকে চোরের দল লোকজনের অনুপস্থিতে বাড়িতে প্রবেশ করে ঘরের জিনিসপত্র উলোট পালট করে নগদ বেশ কিছু টাকা নিয়ে যায়। তপন দেবনাথ পেশায় একজন পাইকারি সবজি ব্যবসায়ী।

জানা গিয়েছে, ব্যবসার‌ কাজে বাড়ির বাইরে ছিলেন। পরবর্তী সময়ে বাড়িতে প্রবেশ করে দেখতে পায় ঘরের জিনিসপত্র উলোট পালট। আলমারি খোলা অবস্থায় রয়েছে। তখন যা বুঝার বুঝে গেছেন তপন বাবু। ছুটে আসেন রাধাকিশোরপুর থানায়। মামলা হয় থানায়। মামলা নিয়ে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস ও সাব ইন্সপেক্টর তপন ঘোষ তদন্তে বেরিয়ে পড়েন। তোলে আনা হয় মালু মিয়া ওরফে রিরাজকে।

তাকে জিজ্ঞেস করে পুলিশ জানতে পারে তার সঙ্গে শাকিল আক্তার নামে আরেক জন যুকক জড়িত। তাকেও তোলে আনা হয়। রাতেই চুরি যাওয়া ২৭,৮৫০ টাকা তাদের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এই ব্যাপারে একটি মামলা রুজু করা হয়। রাধাকিশোরপুর থানায় মামলার নম্বর ৮/২৪। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে আরো ও জানতে চেষ্টা করছে আর কি কি অপরাধের ঘটনার সঙ্গে জড়িত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *