উদয়পুরে সিপিএমের ডাকে জনসভায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন নেতৃত্বরা

উদয়পুর, ২৮ জানুয়ারি।। রবিবার গোমতী জেলার উদয়পুর জামতলায় সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটির ডাকে অনুষ্ঠিত হয় এক জনসভা। ওই জমসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম – র রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মানিক দে ও রতন ভৌমিক। উপস্থিত ছিলেন সিপিআইএম গোমতী জেলা কমিটির সম্পাদক মাধব সাহা, বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত। সভায় সভাপতিত্ব করেন সুব্রত দে।

বক্তারা বলেন দেশ ও রাজ্যে চলছে একটা অরাজকতা। বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। কর্ম সংস্থানের কোন ব্যবস্থা নেই। বিদ্যালয়ে শিক্ষক নেই। খেলা ধূলার সামগ্ৰী নেই। জিনিস পত্রের দাম আকাশ ছোঁয়া।

গত নির্বাচনে শাসক দল প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসলে জিনিস পত্রের দাম কমানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে। কি করেছে। প্রতিদিন জিনিস পত্রের দাম আকাশ ছোঁয়া। পেট্রোল- ডিজেলের দাম দিন দিন বাড়ছে। ফলে জিনিস পত্রের দাম বাড়ছে। গ্ৰামে কি শহরে রেগার কাজ নেই। মানুষ কাজের জন্য রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। মানুষকে মিথ্যা বলে বেশী দিন বোকা বানানো জায় না। তাই এই রাজ্যের জনগণকে বেশী দিন বোকা বানানো যাবে না। মানুষ রুখে দাঁড়াবে তা বেশি দিন নেই।

রাজ্যের পরিস্থিতি ভাল না। প্রতি দিন রাস্তায় মূতদেহ পড়ে থাকে নতুবা আক্রান্ত হচ্ছেন। প্রশাসনের কোন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নেশায় ডুবে যাচ্ছে যুব সমাজ। উন্নয়নের কোন কাজ নেই। রাস্তা ঘাটের বেহাল অবস্থা। মেরামতের কাজ নেই। কেবল পকেট ভারী করো। এতো বেশি দিন চলতে দেওয়া যায় না। এর বিরুদ্ধে এ রাজ্যের‌ মানুষকে রুখে দাঁড়াতে হবে। আমার অধিকার কেউ যাতে‌ কেরে নিতে না পারে তার জন্য নিজেকে তৈরি হতে বললেন সিপিএম নেতৃত্বরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *