জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের মধ্যে সমন্বয় থাকতে হবে : কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী

মোহনপুর, ১৮ জানুয়ারি।। জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের মধ্যে সমন্বয় থাকতে হবে। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর পঞ্চায়েত সমিতির সাধারণ সভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

মন্ত্রী রতন লাল নাথ সভায় আরও বলেন, ত্রিপুরার অর্থনৈতিক বিকাশ ও জনগণের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়িত হচ্ছে। এসমস্ত প্রকল্পের সুবিধা প্রান্তিক জনপদের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দিতে সরকারি দপ্তরগুলিকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। গ্রাম উন্নয়ন পরিকল্পনা তৈরী করে ব্লকের উন্নয়নে গুরুত্ব দিতে হবে।

প্রসঙ্গত, এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, ব্লকের বিডিও ধৃতি শেখর রায়, পঞ্চায়েত সমিতির সদস্য- সদস্যা, ব্লকের বিভিন্ন গ্রামপঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও সচিবরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *