অবৈধ কাঠ ব্যবসায়ীকে আটক করায় উত্তপ্ত তেলিয়ামুড়ার মনটাংভ্যালী, ব্যাপক জনরোষ

তেলিয়ামুড়া, ১৮ জানুয়ারি।। ত্রিপুরার পাহাড়ি এলাকা মনটাংয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি। শতাধিক ক্ষুব্ধ মানুষের বাধার মুখে কয়েক ঘন্টা ধরে রাস্তায় আটকে বিশাল পুলিশ, বনদপ্তর সহ সি.আর.পি.এফ জওয়ানরা। নগ্ন হয়ে প্রশাসনকে বাধা দেওয়ার চেষ্টা একাংশ স্থানীয় মহিলাদের। ঘটনাস্থলে মুঙ্গিয়াকামি ও তেলিয়ামুড়া থানার ওসি এবং তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক ছুটে যায়।

তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মনটাং স্থানটি গোটা খোয়াই জেলা সহ গোটা রাজ্যের ভ্রমণপিপাসু মানুষের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হয়েছে। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষ পাড়ি জমান এই মনটাং-এ। তবে মনটাং-এর যে জায়গায় বিভিন্ন অংশের পর্যটকেরা ভিড় জমাচ্ছেন সেই জায়গা নিয়ে লাগলো বিপত্তি। অভিযোগ বন দপ্তরের জায়গায় অবৈধ দখলদারি করে একাংশ স্থানীয়রা ব্যবসা করার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ দেদার নষ্ট করে চলেছেন।

এই বিষয়টা প্রশাসনের নজরে আসার পর বৃহস্পতিবার বন দফতরের কর্মীরা পুলিশ সিআরপিএফ সহ বিশাল পুলিশ ও বন কর্মীদের বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছলে বিতর্ক চরম আকার ধারণ করে। অভিযোগ একটা সময়ে প্রশাসনিক দল সহ পুলিশ বাহিনীকে স্থানীয়রা প্রচন্ডভাবে বাধা দান করে এবং তাদের গাড়ির উপর হামলা চালায় বলেও অভিযোগ। এমনকি কিছু মহিলারা একটা পর্যায়ে প্রশাসনকে নগ্ন হয়ে বাধা দান করে বলেও অভিযোগ। এই সব কিছুকে বুদ্ধিমত্তার সাথে অতিক্রম করে বনদপ্তর এবং সিআরপিএফ সহ বিশাল পুলিশ বাহিনী যখন হেমন্ত রিয়াং নামের এক অবৈধ কাঠ ব্যবসায়ীকে আটক করে নিয়ে মনটাং ত্যাগ করে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে আসছিল তখন তাদেরকে রঙ্গীটিলা নামক এলাকায় রাস্তায় কাঠের লগ ফেলে গাড়ি আটক করে কয়েক শত মানুষ।

ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়াকামীর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।অবস্থা রীতিমতো আতঙ্কের এবং উত্তপ্ত। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুঙ্গিয়াকামী ও তেলিয়ামুড়া থানার ওসি এবং তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা.আর। সেই সঙ্গে ঘটনাস্থলে আটকে রয়েছে বনকর্মী, পুলিশ ও সিআরপিএফের জওয়ান সহ তাদের যানবাহন। অবশেষে এলাকার উশৃংখল জনতার চাপে পড়ে ধৃত হেমন্ত’কে বনদপ্তর রেহাই দিতেই বনদপ্তরের গাড়ি ছাড়লো উশৃংখল জনতারা। উল্লেখ্য, বনের মূল্যবান গাছ কাটার অপরাধে তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা মনটাংভ্যালি এলাকা থেকে হেমন্ত রিয়াং নামের এক ব্যক্তিকে আটক করে তেলিয়ামুড়া বনদপ্তরে নিয়ে গিয়েছিল। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *