আগরতলা, ১৮ জানুয়ারি।। রাজধানী আগরতলা শহরের বিভিন্ন বাজারে মেয়াদোত্তীর্ণ সামগ্রী ছেয়ে গেছে বলে অভিযোগ করছিলেন ক্রেতা সাধারণ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম বৃহস্পতিবার আগরতলা শহরর উজান অভয়নগর বাজারে অভিযান চালিয়ে প্রচুর মেয়াদোত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করেছে৷
জানা গিয়েছে, এদিন এনফোর্সমেন্ট টিম উজান অভয়নগর বাজারের একটি মিস্টির দোকানে অভিযান চালিয়ে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে৷ সেই সাথে একাধিক দোকান থেকে মেয়াদোত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি একটি দোকানে ব্যাপক অনিয়ম সনাক্ত হয়৷ ওই দোকানের ফুড লাইসেন্স ছিল না৷ তাছাড়া দোকানে কোন ডিসপ্লে বোর্ড এবং বাটখারা সার্টিফিকেটও নবীকরণ করা হয়নি৷ তাই দোকানটি বন্ধ রাখার জন্য নির্দেশ দেন এনফোর্সমেন্ট টিমের আধিকারীকরা৷
প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহরের বিভিন্ন বাজারে কিংবা অলিগলিতে হঠাৎ করে দোকান খুলে বসছেন অনেকেই৷ ওইসব দোকানের নেই কোন লাইসেন্স৷ তাছাড়া পাড়ায় পাড়ায় ফাস্ট ফুডের দোকানে খাদ্য সামগ্রীর গুণমান নিয়েও প্রশ্ণ উঠছে৷ এই ব্যাপারে মহকুমা প্রশাসনকে আরও বেশী তৎপর হতে হবে বলে বিভিন্ন মহল থেকে দাবী উঠেছে৷