জাতীয় ও রাজ্যের পরিস্থিতিতে সবাইকে নিয়ে শক্তিশালী লড়াইয়ের আহ্বান জানালেন মানিক সরকার

উদয়পুর, ১৯ জানুয়ারি।। বর্তমান সময়ে কেশব মজুমদারের অনুপস্থিত আমাদের জন্য নি:সন্দেহ ক্ষতির। এটা কাটিয়ে উঠতে হবে। এজন্য তাঁর গুনাবলী থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানান সিপিআইএম রাজ্য ও বিভাগীয় স্তরের নেতূত্বরা। শুক্রবার গোমতী জেলার উদয়পুর টাউন হলে অনুষ্ঠিত প্রয়াত কেশব মজুমদারের স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার, সিপিআইএম রাজ্য‌ সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, গোমতী জেলার জেলা সম্পাদক মাধব সাহা, রতন ভৌমিক সহ গোমতী ও দক্ষিণ জেলার পার্টির নেতূত্বরা। ছিলেন প্রয়াত কেশব মজুমদারের পরিবারের লোকজন।

সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কেন্দ্রের বিজেপি সরকারকে হটাতে যোগ্য ভূমিকা নেবার জন্য এবং রাজ্যের বর্তমান পরিস্থিতির মধ্যে পরিবর্তন আনতে পাটির কর্মী সমর্থক ও দরদীদের কাছে আবেদন রাখা হয়। দেশে জটিল পরিস্থিতি তৈরি করেছে শাসক গোষ্ঠী। অর্থনৈতিক ভাবে আক্রমণ নেমে এসেছে সারা দেশে। এর বিরুদ্ধে যখন সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন তখন বিজেপি ধর্ম – বর্ন – সম্প্রাদায়ের মধ্যে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান জিতেন্দ্র চৌধুরী।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন গত ১১ জানুয়ারি প্রয়াত হয়েছেন কেশব মজুমদার। এই সময়ে চলে যাওয়া পার্টির ক্ষতি হয়েছে। খুঁটির জোরে চারিদিকে ঘুরছে রাজ্যর বিজেপি সরকার। দিল্লি হল খুঁটি।কেন্দ্রের‌ বিজেপি সরকার হঠানোর জন্য সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে ঠিক তখনই কেশব মজুমদার চলে যাওয়ায় পার্টির ক্ষতি হয়েছে। জাতীয় ও রাজ্যের পরিস্থিতে এক সাথে সবাইকে নিয়ে শক্তিশালী লড়াই করার আহ্বান জানান মানিক সরকার। কেশব মজুমদারের আকাঙ্খা ও প্রত্যয়ের প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে সামনের লড়াইয়ে যোগ্য ভূমিকা নেবার জন্য দলীয় নেতা, কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি।

স্মরণসভায় এছাড়াও বক্তব্য রাখেন রতন ভৌমিক, মাধব সাহা ও প্রয়াত কেশব মজুমদারের নাতি। কেশব মজুমদারের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব পাঠ করেন সিপিআইএম উদয়পুর বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত সবাই প্রয়াত কেশব মজুমদারের প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *